• ৫ জ্যৈষ্ঠ ,১৪৩১,20 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নতুন রেকর্ড: ২০ বছরের মধ্যে ব্রিটেনে তরুণ বেকারের হার সর্বোচ্চ

| জানুয়ারী 20, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটেনে দীর্ঘদিন ধরে চলে আসা বেকারত্বের নতুন রেকর্ড হয়েছে। গত ২০ বছরের মধ্যে এ তরুণ বেকারের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

 লেবার ফোর্সেস সার্ভের এক জরিপ অনুযায়ী, ২৫ বছরের কম বয়সী তরুণেরা এক বছর পর্যন্ত বেকার রয়েছে ২০১৩ সালে এমন তরুণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’লাখ ৮২ হাজারে। ২০১২ সালে এ সংখ্যা ছিল দু’লাখ ৬৬ হাজার। জরিপের ফলাফল তুলে ধরে ব্রিটেনের বিখ্যাত ডেইলি মিরর এ নিয়ে খবর তৈরি করেছে।

 গত বছরের এ সংখ্যা হচ্ছে ১৯৯৩ সালের চেয়ে ৩,০০০ কম। ১৯৯৩ সলে জন মেজরের শাসনামলে বেকার তরুণের সংখ্যা দাঁড়িয়েছিল দু’লাখ ৮৫ হাজারে।

 ব্রিটেনে বেকারত্বের এই নতুন রেকর্ডের জন্য দেশটির ছায়া সরকারের কর্মসংস্থান মন্ত্রী স্টিফেন টিমস জোট সরকারকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, তরুণদের কর্মসংস্থান করতে এ সরকার ব্যর্থ হয়েছে, অন্যদিকে ধনীদের কর কমানো হচ্ছে।

 চলতি মাসের প্রথম দিকে অন্য এক জরিপে দেখা গেছে- ১৬ থেকে ২৫ বছর বয়সী শতকরা ৩২ ভাগ তরুণ বেকার রয়েছে এবাং তারা নিজেরাই জীবনধারণের বিষয়ে চিন্তা করতে বাধ্য হচ্ছে। ব্রিটিশ যুবরাজ ট্রাস্ট পরিচালিত অন্য এক জরিপে বলা হয়েছে, শতকরা নয় ভাগ তরুণ মনে করে তাদের বেঁচে থাকার কোনো ব্যবস্থা নেই।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply