• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ভারত সফরে ফরাসি সাবেক ফার্স্ট লেডি ভ্যালেরি

| জানুয়ারী 28, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফরাসি সাবেক ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রায়ারওয়েইলার ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে বিচ্ছেদের পর ভারত সফরে এসেছেন। এখানেই তিনি ওই সিদ্ধান্তের পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন। ভারতে পূর্বনির্ধারিত একটি চ্যারিটি ট্যুরের মধ্য দিয়ে শুরু হলো তার নতুন অগ্রযাত্রা। সাংবাদিকদের সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তাকে অপেক্ষাকৃত শান্ত এবং নিরুদ্বেগ লক্ষ্য করা যায়। মুম্বই এর একটি হাসপাতালে তিনি অকালপ্রসূত শিশুদের ওয়ার্ড পরিদর্শন করেন।

এছাড়াও পরিদর্শন করেন একটি পুষ্টি কেন্দ্র। মুম্বইয়ে তার দু’দিনের সফরের আয়োজন ফ্রান্সভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘অ্যাকশন এগেইন্সট হাঙ্গার’। গতকাল তিনি প্যারিস থেকে ভারত পৌঁছান এবং তাজ হোটেলে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেন। অকালপ্রসূত শিশুদের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং পুষ্টিহীনতা রোধে তার একনিষ্ঠ কর্মকান্ড চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

গত বছর ফেব্রুয়ারিতে তিনি শেষবার ভারত সফর করেন। সেবার তার সফরসঙ্গী ছিলেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। ওই সফরে তিনি নয়া দিল্লির পথশিশুদের একটি আশ্রয়কেন্দ্রে সময় অতিবাহিত করেন। সেবার তিনি শিশু অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভ্যালেরির সফরসঙ্গীদের এক সূত্র জানিয়েছে, পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে সম্পর্কের ইতি টেনেছেন তারা। গত বৃহস্পতিবার একসঙ্গে দুপুরের খাবার খেয়ে তারা আলাদা হবার সিদ্ধান্ত চূড়ান্ত করেন বলে জানান।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply