ফুফার বংশ নিশ্চিহ্ন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
আন্তর্জাতিক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ফুফা- জ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করেন ১২ই ডিসেম্বর। এরপর তিনি জ্যাং এর রক্তের সম্পর্কের প্রত্যেককে নিশ্চিহ্ন করেছেন। বার্তা সংস্থা ইয়োনহাপ-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ডেইলি মেইল।
এতে বলা হয়, জ্যাং এর পরিবারের কাউকেই ছাড় দেয়া হয়নি। রেহাই পায়নি নিরপরাধ শিশুরাও। বিশ্বাসঘাতক হিসেবে ফুফা জ্যাং সং থায়েককে চিহ্নিত করেন কিম জং উন। তাই জ্যাংয়ের বংশের কোন চিহ্ন না রাখার জন্যই এ গনহত্যার আদেশ দেয় কিম জং। যাদেরকের হত্যা করা হয়েছে তাদের মধ্যে রয়েছে জ্যাং এর বোন জ্যাং কাই-সুন ও তার স্বামী জন ইয়ং জিন (কিউবাতে উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত), জ্যাং এর ভাতিজা জ্যাং ইয়ং-চোল, মালেশিয়াতে প্রেরিত সাবেক রাষ্ট্রদূত ও তার দুই সন্তান। তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয় এবং নির্বাসন দেয়া হয়েছে প্রত্যন্ত গ্রামে। জ্যাংয়ের দুই ভাইয়ের পুত্র কন্যা এবং তাদের দৌহিত্র কেউই রেহাই পায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, পরিবারের সদস্যদেরকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেনা সদস্যদের দিয়ে পিয়ংইয়ং-এ নিয়ে যাওয়া হয়। অতঃপর হত্যা করা হয়। তাদেরকে কবে কখন হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, শীর্ষ সংবাদ