ইউক্রেন: নয়া সংসদ স্পিকারকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা
ইউরো সংবাদ: ইউক্রেনের সংসদ সদস্যরা দেশটির নয়া স্পিকার আলেকজান্ডার তুরচিনভকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। (রোববার) সংসদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল অধিকাংশ সংসদ সদস্য প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেয়। এর এক দিন পরই আজ নয়া অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্পিকারের নাম ঘোষণা করা হলো। তার নেতৃত্বেই আগামী ২৫ মে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
রাজনৈতিক সহিংসতার মাঝেই অসুস্থতার কারণ দেখিয়ে এর আগের স্পিকার ভোলোদিমির রাইব্যাক পদত্যাগ করেন। তবে নয়া স্পিকার তুরচিনভকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার মধ্যদিয়ে সংকটের সমাধান হবে বলে মনে হচ্ছে না। কারণ ভিক্টর ইয়ানোকোভিচ এখনও নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করে যাচ্ছেন। তবে তিনি বর্তমানে ঠিক কোথায় আছেন, তা স্পষ্ট নয়।
গত তিন মাস ধরে ইউক্রেনের সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। গত কয়েক দিনে সহিংসতায় বহু লোক হতাহত হয়েছে। ইউরোপ ও আমেরিকা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছে যাচ্ছে। রাশিয়া বলেছে, পাশ্চাত্য ইউক্রেনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ