ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে-বিপক্ষে ব্যাপক মিছিল
আন্তর্জাতিক: ভেনিজুয়েলার সাম্রাজ্যবাদ বিরোধী প্রেসিডেন্ট নিকালাস মাদুরোর পক্ষে ও বিপক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী কারাকাস’সহ আরো কয়েকটি শহরে অনুষ্ঠিত এসব বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে।
রাজধানী কারাকাসে শনিবার প্রেসিডেন্ট মাদুরোর লক্ষাধিক সমর্থক মিছিল করে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করেন। সমাবেশে এক বক্তা বলেন, ভেনিজুয়েলা এমন একটি দেশ শত্রু যার কোনো ক্ষতি করতে পারবে না। প্রেসিডেন্ট মাদুরো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন; কাজেই এদেশের সবাইকে তার শাসন মেনে নিতে হবে।
এদিকে কারাকাসেই সরকার বিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ভেনিজুয়েলার অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ আনেন। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষেরও খবর পাওয়া গেছে।
চলতি মাসের গোড়ার দিকে ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ থেকে সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে এরইমধ্যে বিরোধীদলীয় নেতা লিওপোলদো লোপেজকে গ্রেফতার করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের সুযোগ্য উত্তরসূরি মাদুরো তার দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার জন্য মার্কিন সরকারকে দায়ী করেছেন।
Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ