ইউক্রেন ইস্যুতে চীন-রাশিয়া ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে: মস্কো
আন্তর্জাতিক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে চীন এবং রাশিয়া ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি’র সঙ্গে টেলিফোন সংলাপের পর এক বিবৃতিতে এক কথা বলেছে মস্কো।
এতে আরো বলা হয়েছে- ইউক্রেন ইস্যুতে দুই পররাষ্ট্রমন্ত্রী নিবিড় যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।
মস্কোর এ বিবৃতির মাধ্যমে এটা পরিষ্কার হচ্ছে- ইউক্রেনে সেনা পাঠানোর পর আন্তর্জাতিক সমাজকে রাশিয়া দেখাতে চাইছে যে, এ ইস্যুতে মস্কো একা নয়; সঙ্গে চীনের মতো বিশ্বশক্তি রয়েছে।
ইউক্রেনে সেনা পাঠানোর বিরুদ্ধে শিল্পোন্নত সাতটি দেশ হুমকি দিয়ে বলেছে- সেনা প্রত্যাহার করা না হলে রাশিয়াকে জি-৮ থেকে বহিষ্কার করা হবে। এছাড়া, রাশিয়ার সোচিতে আগামী জুনে জি-৮’র যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে তাতে ওই সাতটি দেশ অংশ নেবে না বলেও তারা হুমকি দিয়েছে। অবশ্য, চীন জি-৮’র সদস্য নয়।
এর আগে সিরিয়া ইস্যুতে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর আনা প্রস্তাবে কয়েকদফা ভেটো দিয়েছে। সে ক্ষেত্রে ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও চীনের ঐক্যবদ্ধ অবস্থান নতুন হিসাব-নিকাশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ