ক্রিমিয়া পরিস্থিতির জন্য ইউরোপীয় ইউনিয়ন দায়ী: সাবেক জার্মান চ্যান্সেলর
আন্তর্জাতিক: ইউক্রেনের ক্রিমিয়া পরিস্থিতির জন্য ইউরোপীয় ইউনিয়নের নীতি দায়ী বলে অভিযোগ করেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার।
রোববার জার্মানির হামবুর্গে এক সংবাদ সম্মেলনে ক্রিমিয়া পরিস্থিতি নিয়ে আলাপকালে এ মন্তব্য করেন শ্রোয়েডার। বেলজিয়ামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ইউক্রেনকে সহযোগিতার প্রস্তাব দেয়ার ক্ষেত্রে ব্রাসেলস ভুল করেছে।
সাবেক এ চ্যান্সেলর বিস্ময় প্রকাশ করে বলেন, ইউক্রেনের মত সাংস্কৃতিকভাবে বিভক্ত জাতিকে প্রস্তাব দিতে হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি সম্পন্ন করা অথবা রাশিয়ার সঙ্গে চুক্তি সংস্কার ও নবায়ন করার বিকল্প প্রস্তাব দেয়া উচিত ছিল।
শ্রোয়েডার বলেন, ইউক্রেনের জন্য দু’টো পথ অথবা একটি বেছে নেয়ার সুযোগ দেয়াটাই সবচেয়ে যৌক্তিক হত।
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চুক্তি করা থেকে বিরত থাকে ইউক্রেন। গত বছরের ওই পদক্ষেপের মাধ্যমেই দেশটিতে রাজনৈতিক সঙ্কট শুরু হয়।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ