• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নিষেধাজ্ঞা চাপিয়ে পুতিনের মনোভাবে পরিবর্তন আনা যাবে না: রবার্ট গেটস

| মার্চ 11, 2014 | 0 Comments

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস

আন্তর্জাতিক: আমেরিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী মস্কোর বিরুদ্ধে পাশ্চাত্যের সাম্প্রতিক তৎপরতার ব্যাপারে হতাশা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের স্বায়ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা সম্ভব নাও হতে পারে।

মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিনের উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আমেরিকা ক্রিমিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসলেও সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে এবং ক্রিমিয়াকে রুশ ভূখণ্ডের অংশ বলেই ধরে নিতে হবে।

রবার্ট গেটস মার্কিন ফক্স নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে ক্রিমিয়ার পরিস্থিতি সম্পর্কে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখনো বিশ্বাস করেন ইউরোপীয় মিত্রদের সহায়তায় ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার করতে রাশিয়াকে বাধ্য করা যাবে। রাশিয়া ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের হুমকি সম্পর্কে রবার্ট গেটস বলেছেন, এ ধরণের পদক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনোভাবে পরিবর্তন আনতে পারবে বলে মনে হয় না।

 আমেরিকার এ সাবেক প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন, উত্তেজনার মধ্যেও বর্তমানে সামরিক পদক্ষেপ নেয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হলেও পুতিন তার অবস্থান থেকে সরে দাঁড়াবে না।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply