• ১৯ বৈশাখ ,১৪৩১,03 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ক্রিমিয়া ইস্যুতে ব্যর্থতার কারণে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

| মার্চ 25, 2014 | 0 Comments

ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইগোর তেনিওয়ুখ

ইউরো সংবাদ: ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইগোর তেনিওয়ুখকে বরখাস্ত করেছে দেশটির সংসদ। ক্রিমিয়া ইস্যুতে ব্যর্থতার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছেন ২২৮ জন সংসদ সদস্য। ইউক্রেনের সংসদের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৪৫০।

 নয়া ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মিখাইলো কোভালকে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকজান্ডার তুরচিনভ নয়া ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মিখাইলো কোভালের নাম প্রস্তাব করেছিলেন। সংসদে ভোটাভুটির আগে এক ভাষণে পদচ্যুত ইগোর তেনিওয়ুখ এটা স্বীকার করেছেন যে, ক্রিমিয়া ইস্যুতে তার কিছু পদক্ষেপের কারণে জনগণ ক্ষুব্ধ হয়েছে।

 সম্প্রতি এক গণভোট আয়োজনের পর ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ায় একীভূত হয়েছে। ক্রিমিয়ায় অবস্থিত ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলো এরইমধ্যে দখল করে নিয়েছে রুশ বাহিনী।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply