• ৩ জ্যৈষ্ঠ ,১৪৩১,17 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে রোমানিয়ার সামরিক ইউনিটগুলো

| এপ্রিল 29, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউক্রেন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে রোমানিয়ার সারি সারি সামরিক ইউনিট। ভয়েস অব রাশিয়ার ওয়েব সাইট রোববার এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে,  রোমানিয়ার বিমান বিধ্বংসী কামান, ট্রাক, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের বিশাল সারি বুখারেস্ট হয়ে কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর কন্সটান্টার দিকে যাচ্ছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছে, আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় যোগ দেয়ার জন্য এসব ইউনিট এগিয়ে যাচ্ছে। এ মহড়ায় চারটি মার্কিন এফ-১৬ জঙ্গি বিমান অংশ নেবে। 

 রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী মিরসিয়া ডুসা বলেছেন, আমেরিকার সঙ্গে রোমানিয়ার বিরাজমান কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে এ মহড়া অনুষ্ঠিত হবে। 

এদিকে এর আগে ইউক্রেন সংকটের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড, রোমানিয়া এবং এস্তোনিয়া সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য ন্যাটোর কাছে আহ্বান জানিয়েছে।

 এ ছাড়া, ইউক্রেন সংকটের শুরু থেকেই অ্যাওয়াক্স বিমান জার্মানির গেলেনক্রিসচেন ঘাঁটি থেকে উড়ছে। ইউক্রেন, মোলদোভা এবং ক্রিমিয়ার ওপর রাডার দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য এ ঘাঁটি থেকে অ্যাওয়াক্স বিমান ব্যবহার করা হচ্ছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply