• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সামরিক শক্তি বাড়াতে পোল্যান্ড খরচ করবে ৪,২০০ কোটি ডলার

| ফেব্রুয়ারী 21, 2015 | 0 Comments

polandইউরো সংবাদ: ন্যাটোভুক্ত পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড তার সামরিক শক্তি বাড়াতে ৪,২০০ কোটি ডলার ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন ইস্যুতে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও রাশিয়ার মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন পোল্যান্ড সামরিক শক্তি বাড়ানোর কর্মসূচি হাতে নিল।

 সামরিক শক্তি বাড়ানোর এ কর্মসূচির আওতায় পোল্যান্ড ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এবং কম্ব্যাট ড্রোন তৈরি করবে। এছাড়া, ৭০টি হেলিকপ্টার, ট্যাংক বহনের লরি, সাবমেরিন ও ক্রুজ ক্ষোপণাস্ত্র কিনবে দেশটি। এর মধ্যে হেলিকপ্টারগুলোকে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে। বলা হচ্ছে- ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে পারলে পোল্যান্ড তার নিজের আকাশসীমা না পেরিয়েই রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে।

 নিজেদের সামরিক শক্তি বাড়োনা সম্পর্কে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী তোমাজ সিমোনিয়াক বলেছেন, প্রতিবেশি ইউক্রেনের চলমান ঘটনাবলীর কারণে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, স্নায়ু-যুদ্ধের পরে ইউক্রেন ইস্যু হচ্ছে ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি।

Category: Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply