ফ্রান্সে চলছে চিকিৎসকদের বিক্ষোভ: আলোচনায় বসতে রাজি স্বাস্থ্যমন্ত্রী
ইউরো সংবাদ: ফ্রান্সে চিকিৎসা খাতে সরকারের গৃহিত সংস্কার কর্মসূচির বিরুদ্ধে চিকিৎসকদের আন্দোলন ও প্রতিবাদের মুখে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন।
ফ্রান্সের দৈনিক লা ফিগারোর ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ম্যারিসোল তোরেন চিকিৎসকদের প্রতিবাদের মুখে (রোববার) সেদেশের চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে সহমর্মীতা প্রদর্শন করে বলেছেন, ফরাসিরা আরো উন্নত স্বাস্থ্য পরিসেবার আশা করছে এবং চিকিৎসকদের সহযোগিতা ছাড়া জনগণের এ প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিয়েছেন, যখন প্যারিসে চিকিৎকদের বিক্ষোভ চলার একই সময়ে সেদেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠনের প্রধান জন পল অরটিয স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অনেকটা হতাশ হয়েছেন। তিনি বলেছেন, প্রায় ৪০ হাজার চিকিৎসক ও নার্সসহ অন্যান্য কর্মীরা নজিরবিহীনভাবে সরকারের নীতির প্রতিবাদে বিক্ষোভ করলেও স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নেননি।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ