• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সালাহউদ্দিন সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য, বিভিন্ন মহলে প্রতিক্রিয়া

| মার্চ 17, 2015 | 0 Comments

দেশের খবর:  বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির করতে জারি করা হাইকোর্টের রুলের শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

 (রোববার) দুপুরে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি মুলতবি করেন।

hasinaগত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।

আবেদনটি শুনানি শেষে সালাহ উদ্দিন আহমেদকে রোববারের মধ্যে খুঁজে বের করে আদালতে হাজির করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

 সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি এই মর্মে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ এ সম্পর্কে বলেন, সালাহউদ্দিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশের চারটি সংস্থা থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র‍্যাবের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার মহাপরিচালক এবং সিআইডি থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে তারা সালাহ উদ্দিনকে গ্রেফতার করেনি। তাঁকে খুঁজেও পাওয়া যায়নি। তবে খোঁজ অব্যাহত রয়েছে।

  বুধবার রাত পৌনে ১১টার দিকে পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটক করে নিয়ে গেছে।

 পুলিশ, ডিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও গতকাল  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দেহ প্রকাশ করেছেনা তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ময়লার বস্তায় ভরে পাচার করে ফেলেছেন।

 প্রধানমন্ত্রীর এ মন্তব্যের প্রক্ষিতে বিশিষ্ট নারী নেত্রী ফরিদা আখতার বলেন, একজন রাজনীতিবিদের জীবন নিয়ে দেশের সরকার প্রধানের এরকম নিষ্ঠুর ঠাট্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

 এ প্রসঙ্গে বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন রেডিও তেহরানকে বলেন, রাজনীতিবিদ হিসেবে আমি নিজেও উদ্বিগ্ন। ল্যাটিন আমেরিকার দেশের মতো বাংলাদেশের মানুষও এভাবে অপহরণ, গুম ও হত্যার রাজনীতি দেখবে সেটা কল্পনাও করেনি কখনো।

 তিনি ক্ষোভের সাথে বলেন, মানুষের জীবন নিয়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে এভাবে তামাশা করা হবে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

  এ প্রসঙ্গে ২০ দল বলেছে, ‘সালাহ উদ্দিনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাস্তব, আজগুবি ও নিষ্ঠুর পরিহাস করেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।“

 এদিকে,  বিএনপি’র যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অবিলম্বে মুক্তি কিংবা আদালতে হাজির করার জোর দাবি জানিয়েছে ২০ দলীয় জোট। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে উদ্ভুত অবস্থার দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে  হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply