সালাহ উদ্দীনকে অক্ষত ফিরিয়ে দেয়ার দাবীতে মহিলা দল ফ্রান্স শাখার প্রতিবাদ সভা
নয়ন মামুন,প্যারিসঃবিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মন্ত্রি সালাহ উদ্দীন আহমদকে অক্ষত ফিরিয়ে দেয়ার দাবীতে প্যারিসের ইনভেলিডে এক প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখা।
বিএনপির যুগ্ম মহাসচিব বর্তমান স্বৈরশাসনের বিরুদ্ধে এক উদয়মান রাজনীতিক ও গণতন্ত্র মুক্তি আন্দোলনের অগ্রনায়ক , সরকার ভীত হয়ে তাকে অন্যায়ভাবে আটক করেছে। কিন্তু আটক করেও স্বীকার করছে না। এ কারণে আমরা স্বাভাবিক ভাবে তাঁর জীবন নিয়ে শংকিত বলে অভিমত জানান মহিলা দলের প্রতিবাদ সভায় আগত বক্তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল ফ্রান্সের সভাপতি মমতাজ আলোর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জৈবুন্নাহার এর পরিচালনায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,ফ্রান্স বিএনপির সহ সভাপতি এইচ এম রহীম,সহ সভাপতি মনির হোসেন,মিরজান আলী,ফ্রান্স যুবদল সভাপতি আরিফ হাসান,ছাত্রদল নেতা ফজলুল করীম শামীম,বিএনপি নেতা কাইয়ুম সরকার,বিএনপি নেতা মনোয়ার হোসেন,মহিলা দলের নেত্রী ফরিদা জিয়া,মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা শারমিন আক্তার,সহ সভাপতি ফাতেমা বেগম,শিরীন আক্তার, সহ ফ্রান্স বিএনপি ও এর অংগ সংগঠনের নেতারা।
প্রতিবাদ সভা শেষে পররাষ্ট্র মন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল ফ্রান্সের সভাপতি মমতাজ আলো সহ পাঁচ জনের প্রতিনিধি দল।
আভিলম্বে সালাহ উদ্দীন সহ সকল রাজবন্দির মুক্তি ও বিরোধীদলের নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধের জন্য ইউরোপিয় ইউনিয়ন ও সকল মানবাধিকার সংগঠন এর দৃষ্ঠিআকর্ষন করা হয় সভা থেকে।
Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ