• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৮ এপ্রিল

| মার্চ 19, 2015 | 0 Comments

ecদেশের খবর:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

 (বুধবার) পৌনে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে তিন সিটি করপোরেশনের নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ মার্চ। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ১ ও ২ এপ্রিল। প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ৯ এপ্রিল পর্যন্ত।

একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন কাজী রকিব উদ্দীন আহমদ।

এর আগে কমিশনের বৈঠকে নির্বাচনের এই তারিখ চূড়ান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ বৈঠকে ইসির অন্য কমিশনারগণ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এক যুগেরও বেশি সময় আগে ২০০২ সালের এপ্রিল মাসে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে অনুযায়ী ২০০৭ সালের মে মাসে নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়। কিন্তু নানা জটিলতায় পুনরায় নির্বাচন করা যায়নি। এরপর ২০১১ সালে সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ- এই দুই ভাগে বিভক্ত করা হয়। ২০১২ সালে নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও আইনি জটিলতার কারণে আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। শুরু থেকেই প্রশাসক নিয়োগ করে দুই সিটি করপোরেশনের কার্যক্রম চালানো হচ্ছে।

অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সর্বশেষ ২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply