আসাদের সঙ্গে আলোচনার প্রয়োজন হতে পারে: জার্মানি
আন্তর্জাতিক: সিরিয়ায় চার বছরের রাজনৈতিক সংকট সমাধানের উপায় বের করার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আলোচনার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার।
তিনি বলেছেন, “সিরিয়ার সহিংসতা অবসানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক আলোচনা। আর এ জন্য প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আলোচনায় বসতে হবে।” জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
সিরিয়া সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরার প্রচেষ্টাকেও সমর্থন করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টেইনমেয়ার। মিসতুরা সিরিয়া সমস্যা সমাধানের জন্য প্রেসিডেন্ট বাশার আসাদ ও কথিত বিরোধী পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কথা বলেছেন। পরে অনেক দেশের সরকার এ ধারণাকে সমর্থন করেছে। তবে তুরস্ক, ব্রিটেন ও ফ্রান্স এ ধারণার বিপরীতে অবস্থান নিয়েছে। এসব দেশের সরকার বলেছে, প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে আলোচনা করে কোনো ফল আসবে না
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক