খালেদার উদ্দেশ্যে আইজিপি- দায়িত্বশীল ব্যক্তিদের বিরূপ মন্তব্য প্রত্যাশিত নয়
দেশের খবর: ‘বিএনপি’র লাগাতার আন্দোলনে পুলিশ পেট্রোল বোমা ছুড়েছে’ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগ মিথ্যা দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থেকে এমন বিরূপ মন্তব্য প্রত্যাশিত নয়।
রোববার (০৫ জুলাই) দুপুর ১টায় পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ বছর রমজান এবং ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইজিপি আরও বলেন, বিএনপি’র লাগাতার আন্দোলনে কারা পেট্রোলবোমা ছুড়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা সবাই জানে। এদের অনেকে ধরা পড়েছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এরা কোন কোন দলের সদস্য সে রেকর্ডও আমাদের কাছে রয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শহীদুল হক বলেন, রমজানের শুরু থেকে পুলিশ কঠোর অবস্থানে থাকায় এখন পর্যন্ত হাইওয়েতে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। রাজধানী ঢাকার ভেতরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আগামীতেও যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক থাকে সে ব্যবস্থা নিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে, যোগ করেন তিনি।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, শীর্ষ সংবাদ