• ১৩ বৈশাখ ,১৪৩১,26 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

স্পেনে ষাঁড় দৌড়ে ৭ জনের মৃত্যু

| আগস্ট 17, 2015 | 0 Comments

bull_bg_358973091ইউরো সংবাদ: স্পেনের বাৎসরিক ষাঁড় দৌড় উৎসবে এ বছর এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে চারজনের।

চলতি বছর জুলাই থেকে শুরু হয় এ উৎসব। উৎসবে নগরীর সড়কেই ষাঁড় দৌড়ের আয়োজন করা হয়।

ষাঁড়ের গুঁতোয় মৃতদের একজন মাদ্রিদের উত্তরে ভ্যালাদোলিদ শহরের কাউন্সিলর ৩৬ বছর বয়সী পেনাফিয়েলও রয়েছেন। এছাড়া নাভারা, ভ্যালেন্সিয়া, মুর্সিয়া, তোলেদো, কাস্তেলন ও আলিসান্তে এলাকায় একজন করে মৃত্যুবরণ করেছেন।

স্পেনের সংবাদ সংস্থা এল দয়ারিও’র এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর এ উৎসবে দৌড় ও লড়াইয়ে সাড়ে সাত হাজারেরও বেশি ষাঁড়ের মৃত্যু হয়েছে। প্রতিবছর দেশটিতে বাৎসরিক এই উৎসবে দুই হাজারেরও বেশি ষাঁড় লড়াইয়ের আয়োজন করা হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Spain

About the Author ()

Leave a Reply