• ৪ জ্যৈষ্ঠ ,১৪৩১,18 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ভূমধ্যসাগরে আবার নৌকা ডুবি: ইউরোপ অভিমুখী ৪০ অভিবাসী নিহত

| আগস্ট 17, 2015 | 0 Comments

aec0e721b202a827d442a08a57f28d51_XLইউরো সংবাদ: ভূমধ্যসাগরের উপকূলে আবার নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছে। ইতালির নৌবাহিনী এক টুইটার বার্তায় এ খবর দিয়েছে।

 তারা জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া অন্তত ৩১২ জনকে উদ্ধার করা হয়েছে। এসব হতভাগ্য লোকজন আফ্রিকা থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল।

 ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো সাংবাদিকদের বলেছেন, লিবিয়ার চলমান সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এ ধরনের দুর্ঘটনার অবসান হবে না।

 আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা এবং সহিংসতার কারণে প্রায় প্রতিদিন বহু মানুষ সাগরপথে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে।

 আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, চলতি ২০১৫ সালে এ পর্যন্ত লিবিয়া থেকে ১,০২,০০০ লোক ইতার পানিসীমা পেরিয়ে ইউরোপে ঢুকেছে। তবে মারা গেছে প্রায় ২,৩০০ মানুষ।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply