• ২৬ বৈশাখ ,১৪৩১,09 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিপিএলের তৃতীয় আসর: দেশি-বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে?

| অক্টোবর 23, 2015 | 0 Comments

96180fa6babb2743a91fac747384be61_XLস্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্লেয়ার্স বাই চয়েজের লটারিতে ৬ আইকন প্লেয়ারের ভাগ্য নির্ধারিত হয়েছে।

 বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কুমিল্লা ভিক্টোরিয়ালের হয়ে খেলবেন। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে পেয়েছে সিলেট সুপারস্টার্স, বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে পেয়েছে উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স, চিটাগাং ভাইকিংস পেয়েছে নিজেদের ঘরের ছেলে তামিম ইকবালকে, ঢাকা ডাইনামাইটস পেয়েছে নাসির হোসেনকে এবং বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়েছে বরিশাল বুলস।

 বিদেশি খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানি স্পিনার সাঈদ আজমলকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস। কুমিল্লায় খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে।

 দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আগেই চুক্তিবদ্ধ আন্দ্রে রাসেল বিপিএলে খেলতে পারবেন মাত্র কয়েকটি ম্যাচ। তারপরও টি-টোয়েন্টির জন্য দারুণ উপযোগী এই অলরাউন্ডারকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলে নিয়েছেন তারা শ্রীলঙ্কার সহ-অধিনায়ক ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকেও।

 কুমিল্লা আরও নিয়েছে থিরিমান্নের স্বদেশি পেসার নুয়ান কুলাকেসেকারাকে। আর বিদেশি ক্রিকেটারদের প্রথম রাউন্ডেই দলে নিয়েছিল তারা ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্সকে।

আজমলের পাশাপাশি চিটাগং কিংস দলে টেনেছে লঙ্কান স্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিস ও দক্ষিণ আফ্রিকান স্পিনার রবিন পিটারসনকে।

 বিদেশী ক্রিকেটারদের শুরুতেই পাকিস্তানি পেসার সোহেল খানকে নিয়েছিল ঢাকা ডায়নামাইটস। দলটি পরে নিয়েছে ইংলিশ ব্যাটসম্যান ডাভিড মালান ও পাকিস্তানী টপ অর্ডার শাহজাইব হাসানকে। মালান গত ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন প্রাইম দোলেশ্বরের হয়ে।

 প্রথম রাউন্ডে ইংলিশ পেসার ক্রিস জর্ডানকে নিয়েছিলেন সিলেট। পরে তারা নিয়েছে ইংল্যান্ডের টপ অর্ডার জশ কব ও পাকিস্তানী পেসার সোহেল তানভিরকে।

 রংপুর রাইডার্স নিয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ও পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে। প্রথম রাউন্ডে রংপুর নিয়েছিল শ্রীলঙ্কার স্পিনার সাচিত্রা সেনানায়েকে।

 প্রথম সুযোগে বরিশাল বুলস দলে নিয়েছিল সিকুগে প্রসন্ন। পরে দলটি নিয়েছে দুই পাকিস্তানি, অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে।

 বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সবার শেষে আইকন খেলোয়াড়দের লটারি অনুষ্ঠিত হয়।

 কে কোন দলে খেলছেন:

রংপুর রাইডার্স: সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সাকলাইন সজীব, মুক্তার আলী, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খান, রাসেল আল মামুন, কামরান আকমল (পাকিস্তান), উমর আকমল (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), সচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), এলটন চিগুম্বুরা (জিম্বাবুয়ে)।

 ঢাকা ডায়নামাইটস: মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল,  মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান, ইরফান শুক্কুর, কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), সোহেল খান (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), শাহজাইব হাসান (পাকিস্তান)।

 চিটাগং ভাইকিংস: নাফিস ইকবাল, এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ, তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা)।

 বরিশাল বুলস: সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) সিকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।

 কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার, ধীমান ঘোষ, শোয়েব মালিক (পাকিস্তান), ড্যারেন স্টিভেনস (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা)।

 সিলেট সুপারস্টার্স: রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, নাজমুল ইসলাম অপু, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন মিলন, আবু সায়েম, শহীদ আফ্রিদি (সিলেট), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), জশুয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর (পাকিস্তান)।

 দেশী এবং বিদেশী শিল্পীদের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে বিপিএলের। খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর। ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে এবারের আসরের।

Category: 1stpage, Scroll_Head_Line, স্পোর্টস

About the Author ()

Leave a Reply