• ৬ জ্যৈষ্ঠ ,১৪৩১,20 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গরু জবাইকারীকে মোদিও রক্ষা করতে পারবে না: তোগাড়িয়ার হুমকি

| অক্টোবর 23, 2015 | 0 Comments
accdfaaa54dcfe348e39f1338b110e02_XL

উগ্র হিন্দুত্ববাদী নেতা প্রবীণ তোগাড়িয়ার

আন্তর্জাতিক: ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার জেরে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই উগ্র হিন্দুত্ববাদী নেতা প্রবীণ তোগাড়িয়ার নয়া বিবৃতি প্রকাশ্যে এসেছে। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক নির্বাহী চেয়ারম্যান প্রবীণ তোগাড়িয়া তার বিবৃতিতে বলেছেন, গরু জবাইকারীকে প্রধানমন্ত্রী মোদিও রক্ষা করতে পারবেন না।

  (শুক্রবার) তোগাড়িয়া বলেছেন, ‘গরু জবাই করে কেউ ভারতে থাকতে পারে না। এ নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় যে মুলায়ম সিং যাদব বা অখিলেশ সিং যাদব কিংবা নরেন্দ্র মোদি এসব লোকেদের রক্ষা করতে পারবে।’

 তিনি বলেন, ‘মুসলমানরা হিন্দুদের ভাবনাকে সম্মান করুক এবং গরু জবাই বন্ধের আইন মেনে চলুক। কেউ আইন লঙ্ঘন করে হিন্দু অনুভূতিকে অপমান করতে চাইলে তার জবাব পাওয়া যাবে। কেউ সহিংস হবে, কেউ শান্ত হয়ে থাকবে এটা ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করবে কিন্তু প্রতিক্রিয়া অবশ্যই আসবে।’

 গরু জবাইয়ের পাশাপাশি তোগাড়িয়া রাম মন্দির নির্মাণ নিয়েও মন্তব্য করে তোগাড়িয়া। বলেছেন, রাম মন্দির অবশ্যই নির্মাণ করা হবে।

 তিনি বলেন, ‘রাম মন্দির নির্মাণের একটাই পথ, যেভাবে সোমনাথ মন্দির নির্মাণ করা হয়েছিল সেই ভাবে করতে হবে। তখন  সরদার প্যাটেল কারোর অনুমতি নেননি বা আদলতের কাছেও কিছু জানতে চাননি। এ নিয়ে ভারতের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল। রাম মন্দির নির্মাণ করতেও ভারতীয় সংসদে আইন তৈরি করা হোক এটাই মন্দির নির্মাণের একমাত্র রাস্তা।’

 বিজেপি’র কাছে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই আইন তৈরি করেই রাম মন্দির নির্মাণ করতে হবে বলেও জানান প্রবীণ তোগাড়িয়া।

 তোগাড়িয়ার এই বিবৃতি এমন সময় এল যখন দেশে সহনশীলতার পরিবেশ নষ্ট হওয়ার জন্য মোদি  সরকারকে দায়ী করে লেখক, কবি সাহিত্যিকরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply