• ২৩ বৈশাখ ,১৪৩১,07 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নতুন আইনে বৃটেনে অবৈধ অভিবাসীদের বৈধ হতে ২০ বছর লাগবে

| জুন 27, 2012 | 0 Comments

ফ্রান্স ডেস্ক

বৃটিশ সরকার বৃটেনে স্যাটেলমেন্ট আইন স্মরণকালের মধ্যে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। বৈধ ও অবৈধ সকল ধরনের ইমিগ্রেন্টদের জন্য ব্রিটেনে স্থায়ী হওয়ার পথ প্রায় রুদ্ধ করে দেয়ার চিন্তা ভাবনা থেকেই সরকার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। আর নতুন আইনটি বাস্তবায়ন হবে আগামী ৯ জুলাই থেকে। অবৈধদের জন্য দীর্ঘদিন যাবত চলে আসা ১৪ বছর বৃটেনে স্থায়ীভাবে থাকলে স্থায়ী নাগরিকত্ব দেয়ার বিধানটি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে সরকার। নতুন আইনে অবৈধভাবে বৃটেনে কাউকে স্থায়ী হওয়ার চিন্তা করলে তাকে কমপক্ষে ২০ বছর অপেক্ষা করতে হবে। নতুন ঘোষনায় অবৈধদের জন্য ৪ ধরনের আইন ঘোষণা করা হয়েছে। প্রথমতঃ ইন্ডিফিনিট লিভ টু রিমেইন পেতে হলে ২০ বছর থাকতে হবে। দ্বিতীয়তঃ ১৮ বছর বয়সের নীচের কেউ যদি বৃটেনে অবৈধভাবে ৭ বছর থাকার প্রমাণ দেখাতে পারে তাকে বৃটেনে থাকার অনুমতি দেয়া হবে।    

তৃতীয়তঃ কারো বয়স যদি ১৮ বছরের উপরে হয় এবং ২৫ বছরের নীচে হয় এবং সে যদি প্রমাণ করতে পারে সে তার জীবনে অর্ধেক সময় বৃটেনে বসবাস করেছে তাহলেও তাকে এদেশে স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়া হবে। চতুর্থ আইনটি হচ্ছে, কারো বয়স যদি ২৫ বছরের উপরে হয় এবং বৃটেনে যদি ২০ বছরের কম থাকে কিন্তু প্রমাণ করতে পারে যে দেশে তার জন্ম সেই দেশের সঙ্গে তার কোন সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক যোগাযোগ নাই তাকেও বৃটেনে থাকার অনুমতি দেয়া হবে। বৈধভাবে বৃটেনে থাকার ১০ বছরের যে আইনটি রয়েছে, কেউ যদি এক নাগারে বৈধভাবে ১০ বছর থাকেন এবং এই ১০ বছরের মধ্যে ২৮ দিনের বেশী ভিসা ছাড়া থাকেন তাহলে তাকে স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়া হবে না। তবে উভয়ক্ষেত্রেই কোন ধরনের ক্রিমিনাল কনভিকশন থাকা চলবে না। স্যাটেলমেন্ট ঘোষণায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ৯ ই জুলাইর পর থেকে স্বামী বা স্ত্রী আনতে হলে জনপ্রতি ১৮ হাজার ৬ শ ইনকাম থাকতে হবে। দম্পতির এক বাচ্চা থাকলে ইনকাম হতে হবে ২২ হাজার ৪শ, দুই বাচ্চা থাকলে ২৪ হাজার ৮ শ, তিন বাচ্চা থাকলে ২৭ হাজার ২শ পাউন্ড ইনকাম থাকতে হবে। নতুন আইন অনুযায়ী কোন ধরনের আত্মীয়স্বজনদের সাপোর্ট নেয়া যাবে না। কোন জব অফার গ্রহণযোগ্য হবে না। কোন পূর্বের চাকরির অভিজ্ঞতাও কাজে আসবে না। তবে ১৬ হাজার পর্যনত্দ সেইভিংস যদি কমপক্ষে ৬ মাস একাউন্টে থাকে তাহলে তা মেইেনটেনেন্স হিসেবে গ্রহণযোগ্য হবে। ঘোষিত আইন অনুযায়ী যেসব ব্যক্তি ডিজ্যাবিলিটি লিভিং এলাউন্স, সিভিয়ার ডিজ্যাবল এলাউন্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জুরিস ডিজ্যাবল বেনিফিট, এটেনডেন্স এলাউন্স বা কেয়ারার এলাউন্স পাবে তাদের জন্য বেতন ভাতার শর্ত শিথিল থাকবে। ডিসক্রিশনারী লিভের জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে। যা ৯ জুলাই থেকে কার্যকর করা হবে। পিতা মাতা বা আত্মীয় স্বজনদের সেটেলম্যান্ট ভিসার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগের মত ফাইনান্সশিয়াল ডিপেন্ডেন্ট হলেই পিতামাতকে আনা যাবে না। পিতামাতা বা দাদা দাদী যারা কেবলমাত্র শারিরীকভাবে খুবই দূর্বল, নিজ দেশে দেখা শুনা করার কেউ নেই তাদেরকেই ব্রিটেনে আনা যাবে। নতুন ঘোষনা অনুযায়ী স্বামী বা স্ত্রীকে ব্রিটেনে আনার পর স্থায়ী হওয়ার আইন বর্তমান দুই বছরের পরিবর্তে ৫ বছর করা হয়েছে। আড়াই বছর পরপর তা রিভিউ করা হবে। ইংলিশ ল্যাংগুয়েজ এর ক্ষেত্রেও বর্তমান এ -১ লেভেলের পরিবর্তে বি-১ পাশ করতে হবে। তবে তা জুলাইয়ে কার্যকর না হয়ে অক্টোবরে কার্যকর হতে পারে। ৯ ই জুলাই নতুন আইন বাস্তবায়নের পরই বিস্তারিত জানা যাবে।

Category: 1stpage, Community UK

About the Author ()

Leave a Reply