• ৩০ বৈশাখ ,১৪৩১,13 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের আপিল কোর্ট মঙ্গল বার মারসাই শহরে মেগা মসজিদ নির্মানের অনুমতি দিল

| জুন 27, 2012 | 0 Comments

ফ্রান্স ডেস্ক
ফ্রান্স আপিল কোর্ট সেদেশের দক্ষিণান্চলীয় শহর মারসাইতে মেগা মসজিদ নির্মানের পক্ষে রায় ঘোষণা করেছে। গত অক্টোবরে নগর পরিকল্পনার দোহাই দিয়ে কোর্ট মসজিদটির নির্মাণ অনুমতি বাতিল করে।মসজিদটি নির্মাণ ‍অনুমতি পায় ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে।

ইউরোপের সবচেয়ে বড় মুসলিম অধ্যুসিত দেশ ফ্রান্সে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মুসলমান বসবাস করে। এর মধ্যে মারসাইতে বাস করে ২লাখ ৫০ হাজার মুসলমান যা ফ্রান্সের ২য় বৃহত্তম মুসলিম শহর। এখানকার মুসলমানরা বাড়ির বেইজমেন্ট পার্কিং গ্যারেজ এবং ভাড়া বাড়িতে তাদের নামাজ ও ধর্মীয় প্রার্থণা সম্পন্ন করে।

ধারণা করা হচ্ছে মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে প্রায় ৭ হাজার মুসলমান একসাথে নামাজ পড়তে পারবে। এই মেগা মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ মিলিয়ন ইউরো এবং মসজিদটির নির্মাণ শৈলীতে থাকছে প্রায় ৮২ ফুট উচু একটি মিনার।

স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীদের অভিযোগের বিরুদ্ধে অপিল কোর্টের এই রায়কে মারসাই মুসলিম কমিউনিটির নেতারা মারসাইতে বসবাসরত বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করেন।

Category: 1stpage, Community France

About the Author ()

Leave a Reply