• ৬ জ্যৈষ্ঠ ,১৪৩১,20 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জাতিসংঘে ইংরেজি ভাষণ দিয়ে আদালত অবমাননার মামলায় পড়লেন নওয়াজ

| অক্টোবর 25, 2015 | 0 Comments

pakআন্তর্জাতিক: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে ইংরেজি ভাষণ দেয়ায় আদালত অবমাননার মামলায় পড়েছেন। মিয়া জাহিদ গনি নামের এক ব্যক্তি দেশটির সুপ্রিম কোর্টে এ মামলা দায়ের করার আর্জি পেশ করেছেন।

 আর্জিতে বলা হয়েছে, চলতি বছরের ৮ সেপ্টেম্বরে দেয়া পাক সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে জাতিসংঘে ইংরেজি ভাষণ দিয়েছেন নওয়াজ। পাক সুপ্রিম কোর্টের ওই রায়ে দেশটির কেন্দ্রীয় এবং প্রাদেশিক সব কাজ অনতিবিলম্বে উর্দুতে করার নির্দেশ দেয়া হয়েছে।

 এ আর্জিতে আরো বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিসহ আরো অনেক রাষ্ট্র ও সরকার প্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের ওই অধিবেশন নিজ নিজ দেশের রাষ্ট্রীয় ভাষায় ভাষণ দিয়েছেন।

 আর্জিতে  সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের দায়ে নওয়াজের বিরুদ্ধে আদালত অবমাননার শাস্তি দাবি করা হয়েছে।

 অবশ্য ইংরেজি ভাষণ দেয়ার পর নওয়াজের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় দফা আদালত অবমাননার অভিযোগ আনা হলো। এর আগে মাহমুদ আখতার নাকাভি নামের এক ব্যক্তি একই ধরণের আর্জি পাক সুপ্রিম কোর্টে পেশ করেছেন।  অবশ্য জনাব নাকাভির মামলাবাজ হিসেবে পরিচিতি রয়েছে।

 পাকিস্তানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতে আর্জি পেশ করা নতুন কোনো ঘটনা নয়। আদালত অবমাননার দায়ে ২০১২ সালের ২৬ এপ্রিল তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে এক মিনিটের কম শাস্তি দিয়েছিল সুপ্রিম কোর্ট।

 অবশ্য একই অভিযোগে  তৎকালীন প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী তাকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেছিলেন। ২০১২ সালের ১৯ জুন মাসে এ রায় দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply