• ৪ জ্যৈষ্ঠ ,১৪৩১,18 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’- নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী

| নভেম্বর 6, 2015 | 0 Comments

PM1ইউরোবিডি কমিউনিটি সংবাদ: 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডই বাংলাদেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, তার সরকারের সঠিক নির্দেশনা ও পরামর্শ, জনগণের অদম্য কাজের স্পৃহা এবং প্রবাসীদের অব্যাহত সমর্থন ভবিষ্যতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ২০২১ সালের আগেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।  তিন দিনের সরকারি সফরের শেষ দিন গত বৃহস্পতিবার রাতে কুরহাউস হোটেলে তাকে দেয়া প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় তিনি বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে অগ্রগতির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে এখন আর কেউ উপেক্ষা করতে পারছে না। অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়ন লাভের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথ থেকে কোন ষড়যন্ত্রই দেশকে বিচ্যুত করতে পারবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা লাভের পর থেকেই সামরিক স্বৈরশাসকেরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে ষড়যন্ত্র করে চলেছে। এসব সত্ত্বেও, বাংলাদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে, তখনই তারা সামনে এগিয়ে যাওয়ার এবং মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে। তিনি দৃঢ় আশা প্রকাশ করে বলেন, সব ষড়যন্ত্র কাটিয়ে উঠে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।

PM

নেদারল্যান্ডস আওয়ামীলীগ সভাপতি মাহিদ ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তফা জামানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ,সর্ব ইউরোপীয় আওয়ামীলীগ সভাপতি শ্রী অনিল দাস,সভাপতি এম এ গনি,নেদারল্যান্ডস আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খানসহ ইউরোপীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply