সিরিয়ার রাকায় জঙ্গি অবস্থানে সন্ধ্যায় ফ্রান্সের ম্যাসিভ বোমা হামলা শুরু— প্রতিরক্ষা মন্ত্রী ফ্রান্স
আন্তর্জাতিক: ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় সিরিয়ার জঙ্গি অবস্থানে ম্যাসিভ বোমা হামলা চালিয়েছে ফ্রান্স। এই হামলার প্রধান উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে, আইএসের একটি কমান্ড সেন্টার এবং একটি জঙ্গি সগ্রহ সেন্টার ধ্বংসের উদ্দেশ্যেই এই ম্যাসিভ হামলা চালানো হচ্ছে। পাশাপাশি একটি অস্রাগারকে টার্গেট করেও বোমা বর্ষণের কথা জানানো হয়েছে।
এই পর্যন্ত ১০ টি যুদ্ধ বিমানের মাধ্যমে ২০ টি বোমা বর্ষণের খবর নিশ্চিত করেছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এবং রাত ১০টা ২৫ মিনিট দুই দফায় এই আক্রমণ চালানো হয়েছে বলে জানা গেছে।
যুদ্ধ বিমান গুলো আরব আমিরাত এবং জর্ডান থেকে সিরিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
এর মধ্য দিয়ে ভয়াবহ প্যারিস হামলার প্রায় ৪৮ ঘন্টা পর জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে জবাব দিল ফ্রান্স।
তুরুস্কে জি২০ সম্মেলনের উদ্ভোধনী দিনেই সিরিয়ায় আইএস এর জঙ্গি আস্তানায় হামলা চালালো ফ্রান্স। জি২০ সম্মেলনে বিশ্ব নেতারা “বিদেশী সন্ত্রাসী যোদ্ধা” এই বিষয়ে আন্তর্জাতিক জনমত তৈরির জন্যে একটি খসড়া বিলের উপর আলোচনা করার কথা রয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ