• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে রাষ্ট্রীয় জরুরী অবস্থা বলতে কি বুঝায়

| নভেম্বর 16, 2015 | 0 Comments

imagesইউরো সংবাদ: শুক্রবার প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলাদ ফ্রান্সে  জরুরী অবস্থা ঘোষনা করেছেন। ফ্রান্সে জরুরী অবস্থা বলতে কি বুঝায়? নাগরিকরা কি সাধারণ জীবন যাপন করতে পারবে ?

 জরুরী অবস্থা :

“জন শৃংঙ্খলা ভঙ্গের ফলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকলে অথবা কোন বিষয়ের প্রকৃতি ও ভয়াবহতা দ্বারা জন দূর্যোগ ঘটার সম্ভাবনা অথবা প্রাকৃত দূর্যোগ” ইত্যাদি যে কোন কারণে জরুরী অবস্থা ঘোষণার বিধান ফ্রান্সে  ১৯৫৫ সালে আইন করে প্রতিষ্ঠা করা হয়।

এই জরুরী অবস্থা জারি হলে  কারফিউ জারি , জনগণের  সিমীত চলাফেরা, যে কোন ধরনের সভা সমাবেশ নিশিদ্ধ করা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্বা বলয় তৈরি করা এবং থিয়েটার- বার- মিউজিয়াম ও অন্যান্য পাবলিক জড়ো হওয়ার জায়গা গুলো বন্ধ করে দেয়া সহ আইন শৃংঙখলা বাহিনী  বেশ কিছু ব্যতিক্রম ক্ষমতা প্রয়োগ করার অধিকার রাখেন।

এছাড়াও জরুরী অবস্থা জারি থাকলে আইন শৃংঙ্খলা বাহিনী কোর্ট আদেশ ছাড়াই যে কোন সময় যে কারো বাসা বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর ক্ষমতা রাখেন। এবং যে কাউকে যে কোন সময় গ্রেফতার করার ক্ষমতা রাখেন। এমনকি কারো লাইসেনস করা বৈধ অস্রও তাদের হেফাজতে নেয়ার ক্ষমতা রাখেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট তার রাষ্ট্রীয় সাংবিধানীক ক্ষমতা বলে সর্বোচ্ছ ১২ দিনের জন্য জরুরী অবস্থা জারি করতে পারেন। এর পরও যদি জরুরী অবস্থা বর্ধিত করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে অবশ্যই সংসদের অনুমোদন লাগবে।

ফ্রঁসোয়া ওলাদ শুক্রবারে যে জরুরী অবস্থা ঘোষণা করেছেন ২৫ নভেম্বরের পর তা আরও বর্ধিত করার প্রয়োজন হলে সে ক্ষেত্রে অবশ্যই সংসদের মাধ্যমে পাশ করে নিতে হবে।

উল্লেখ্য এর আগে  ফ্রান্সে সবশেষ ২০০৫ সালে জেক শিরাকের শাসন আমলে এক সন্ত্রাসী হামলার জের ধরে জরুরী অবস্থা জারি করা হয়েছিল। যা কিনা ফ্রান্স সংসদ ততকালিন আমলে ৩ মাসের জন্য বর্ধিত করে ছিল।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply