• ১৭ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

হল্যান্ড ও স্পেনের মসজিদে অগ্নিসংযোগ

| নভেম্বর 18, 2015 | 0 Comments

d4692c9c9ef4cb3ca9975e0e617d26ed_XL ইউরো সংবাদ: প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর ইউরোপের বিভিন্ন দেশের মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটেছে।

 ইরানের ইকনা বার্তা সংস্থা জানিয়েছে, অজ্ঞাত দুর্বত্তরা স্পেনের দুন বানিতো শহরের একটি মসজিদে আগুন দিয়েছে। ওই শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা হয়ে থাকতে পারে।

 এদিকে, হল্যান্ডের সাউথ বারাবানেথ প্রদেশের রুজানদাল শহরের একটি মসজিদেও দুর্বত্তরা আগুন দিয়েছে। হল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

 প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপে মুসলমানদের ধর্মীয় স্থাপনার ওপর এই হামলার  আশঙ্কা করা হচ্ছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply