• ১২ বৈশাখ ,১৪৩১,25 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আইএসের বিরুদ্ধে জাতিসংঘে ফ্রান্সের রেজোলিউশন

| নভেম্বর 20, 2015 | 0 Comments

151119123011_paris_640x360_afpআন্তর্জাতিক: ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই এ বিশ্ব নেতৃত্বের সমর্থন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া রেজোলিউশন পেশ করেছে ফ্রান্স।

বলা হচ্ছে, একটি শক্তিশালী আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ক্ষেত্রে এটি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ্যের কৌশলের একটি অংশ।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেবার আহ্বান জানিয়ে পৃথক আরেকটি প্রস্তাব পেশ করেছে রাশিয়া।

ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, প্যারিস হামলায় জড়িতদের কেউ কেউ ইউরোপে শরণার্থীদের প্রবেশের সুবিধা নিয়ে কর্তৃপক্ষের নজর এড়িয়ে ফ্রান্সে ঢুকে পড়েছিল।

কর্তৃপক্ষ বলছে, হামলার পরপরই তারা জানতে পেরেছে যে হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ সিরিয়া থেকে গ্রীস হয়ে ফ্রান্সে প্রবেশ করেছিল।তবে, ঐ ব্যক্তি শরণার্থী ছিল কি না তা জানা যায়নি।

এদিকে, ফ্রান্সে শুক্রবার সন্ত্রাসী হামলার প্রধান ষড়যন্ত্রকারী বলে যাকে সন্দেহ করা হচ্ছে সেই আব্দেলহামিদ আবাউদ মারা গেছে। ফরাসী সরকার  বৃহস্পতিবার জানিয়েছে প্যারিসের স্যাঁ দেনি এলাকায় পুলিশ অভিযানে নিহত দুজনের একজন ছিল ঐ ব্যাক্তি।

এছাড়া কড়া নিরাপত্বার কথা বিবেচনা করে শুক্রবার আরোপ করা জরুরী অবস্থার মেয়াদ বৃহস্পতিবার আরো অন্তত তিন মাস বাড়িয়েছে ফ্রান্স।// bbc

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply