• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করল তুরস্ক

| নভেম্বর 25, 2015 | 0 Comments

64d3c228cdc81ed6ba3fb64587685ad6_XLআন্তর্জাতিক: সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। মঙ্গলবার আকাশসীমা লংঘন করায় বিমানটিকে ভূপাতিত করা হয়েছে বলে তুরস্কের এক কর্মকর্তা দাবি করেছেন। বিমানটি সিরিয়া ভূখণ্ডে লাটকিয়ার ইয়ামদি গ্রামের খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছিল। ১৯৫০-এর দশকের পর এই প্রথম ন্যাটোভুক্ত কোনো দেশের সশস্ত্র বাহিনী রাশিয়ান কিংবা সোভিয়েত সামরিক বিমান ভূপাতিত করল।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিমানটি রাশিয়ার তৈরি সু-২৪ যুদ্ধবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, তাদের একটি এসইউ-২৪ বিমান সিরীয় এলাকায় ভূমি থেকে ছোড়া গুলির আঘাতে বিধ্বস্ত হয়েছে। পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিক খবরে পাইলট বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হন, মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের দু’জন পাইলটকে তারা ছিটকে পড়তে দেখেছিলেন। তুরস্কের সামরিক বাহিনী বলেছে, গুলি করার আগে তুর্কি জঙ্গিবিমানগুলো ৫ মিনিটের মধ্যে অন্তত ১০ বার বিমানটিকে আকাশসীমা লংঘনের বিষয়ে সতর্ক করেছিল।

তবে মস্কো সিরিয়া সীমান্তে তুরস্কের আকাশসীমা লংঘনের অভিযোগ অস্বীকার করেছে এবং যুদ্ধবিমানটি যে সিরিয়ার আকাশে ছিল এর প্রমাণও আছে বলে দাবি করেছে। তুরস্কের বেসরকারি হ্যাবেরতুর্ক টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, জলন্ত একটি যুদ্ধবিমান বন এলাকায় পড়ে যাচ্ছে এবং বিমানটির পেছনে ধোঁয়ার দীর্ঘ কুণ্ডলি। তুরস্কের আরেকটি বার্তা সংস্থা আনাদলুর ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এর দুই পাইলট প্যারাসুটে করে বের হয়ে গেছেন। একজন পাইলট সিরিয়ার তুর্কমেন বাহিনীর হাতে পড়েছে এবং আরেকজনের খোঁজ চলছে বলে স্থানীয় কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিএনএন তুর্ক সম্প্রচার মাধ্যম। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে রাশিয়া সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী পক্ষের ওপর ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এর আগে রাশিয়ার যুদ্ধবিমানের বিরুদ্ধে সীমানা লংঘনের অভিযোগ করে একাধিকবার হুশিয়ারি দিয়েছিল তুরস্ক। এদিকে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করায় তুরস্ককে চরম মূল্য দিতে হবে বলে হুংকার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। তিনি এ ঘটনাকে মস্কোর ‘পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেছেন।

মঙ্গলবার তিনি জর্ডানের বাদশাহর সঙ্গে এক টেলিভিশন বক্তব্যে বলেন, ‘আজকের মর্মান্তিক ঘটনা রুশ-তুর্কি সম্পর্কে মারাত্মক পরিণতি ডেকে আনবে। আমরা সবকিছু সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।’ ভূপাতিত বিমানটি তুরস্কের নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না বলেও উল্লেখ করেন তিনি। পুতিন বলেন, তুরস্কের এফ-১৬ বিমান থেকে সিরিয়ার ভেতরেই গুলি করা হয়েছে। বিমানটি ভূপাতিত হয়ে সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে সিরিয়ার ভেতরে পড়েছে।

বিমান ভূপাতনে মার্কিন বাহিনী জড়িত নয়- যুক্তরাষ্ট্র : রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন বাহিনী জড়িত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাম না প্রকাশ না করার শর্তে একজন পেন্টাগন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমাদের মিত্র তুরস্ক জানিয়েছে, তাদের সামরিক বাহিনী সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ মুহূর্তে আমরা নিশ্চিত করতে পারি, এতে মার্কিন বাহিনী জড়িত নয়।’

তুরস্কে মার্কিন বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। তুর্কি বিমানঘাঁটি থেকে সিরিয়ায় আইএস অবস্থানে বিমান হামলা করে ওয়াশিংটন।
জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো : তুরস্ক-সিরিয়া সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে ইউরোপের সামরিক জোট ন্যাটো। ব্রাসেলসে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৫টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা বলে জানিয়েছে সংস্থাটি। একজন কর্মকর্তা বলেন, ন্যাটো গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছি।
এর আগে তুর্কি প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে সিরীয় সীমান্তের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু সামরিক বাহিনীর প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানানো হয়েছে।

তবে বিবৃতিতে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি উল্লেখ করা হয়নি। দাভুতোগলু সিরীয় সীমান্তের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ন্যাটো, জাতিসংঘ ও এ সম্পর্কিত অন্য দেশেগুলোর সঙ্গে কথা বলার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply