বহু বছরের নীতি থেকে সরে গিয়ে সামরিক খাতে বাজেট বাড়াবে ব্রিটেন
ইউরো সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত নীতি পর্যালোচনার পর এ ঘোষণা দিলেন তিনি। এর মধ্য দিয়ে কার্যত দেশটির সামরিক ব্যয় কমানোর বহু বছরের নীতি থেকে পুরোপুরি সরে আসার ঘোষণা দেয়া হলো।
ক্যামরন দেশটির পার্লামেন্ট সদস্যদের জানান, আগামী ১০ বছরের মধ্যে সামরিক খাতে ১,৮০০ কোটি ডলার ব্যয় করা হবে। এ অর্থ প্রধানত সামরিক সরঞ্জাম কেনার কাজে ব্যয় করা হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেন, তার দেশের বিরুদ্ধে যখন হুমকি বাড়ছে তখন এ অর্থ ব্যয় করা অনিবার্য হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ১৫ দিন পার হওয়ার আগেই সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিল ব্রিটেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ