• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘রুশ বিমান মাত্র ৭ সেকেন্ড তুরস্কের আকাশে ছিল ১৭ সেকেন্ড নয়’

| নভেম্বর 30, 2015 | 0 Comments

4bhj5d750f2dc31i1g_620C350ইউরো সংবাদ: সিরিয়ার আকাশসীমায় গুলি করে রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার ব্যাপারে তুরস্ক চরম মিথ্যার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বেলজিয়ামের দু’জন পদার্থবিদ। তারা বলেছেন, আঙ্কারা দাবি করছে, রুশ জঙ্গিবিমানটি তাদের আকাশসীমায় ১৭ মিনিট অবস্থান করেছে। অথচ ঘন্টায় ৯৮০ কিলোমিটার গতিতে চলা অবস্থায় ওই জঙ্গিবিমানটির মাত্র সাত সেকেন্ডের জন্য তুর্কি আকাশে ঢোকা সম্ভব ছিল।

গত মঙ্গলবার সিরিয়ার আকাশে একটি রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে তুর্কি বিমান বাহিনী। আঙ্কারা দাবি করেছে, গুলি করার আগে জঙ্গিবিমানটিকে ১০ বার সতর্ক সংকেত পাঠানো হয়। কিন্তু রাশিয়া ওই দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছে।
বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী টম ভ্যান ডোরসালার ও জিউভ্যানি লাপান্তা বলেছেন, রুশ জঙ্গিবিমানটি তুরস্কের দাবির চেয়ে অনেক বেশি গতিতে চলছিল। এ ছাড়া, মাত্র পাঁচ মিনিটে ১০ বার সতর্ক সংকেত পাঠানোর যে দাবি তুরস্ক করেছে তাও অসম্ভব বলে মন্তব্য করেছেন তারা। বেলজিয়ামের লুভেন বিশ্ববিদ্যালয়ের এই দুই অধ্যাপক বলেন, এত অল্প সময়ের মধ্যে তুরস্কের বিমান বাহিনী কীভাবে বুঝেছিল যে, রুশ জঙ্গিবিমানটি তাদের আকাশসীমায় প্রবেশ করতে যাচ্ছে?

তাদের মতে, যেকোনো জঙ্গিবিমান প্রতি মুহূর্তে তার গতিপথ পাল্টাতে পারে। কাজেই তুর্কি বিমান বাহিনী তাদের আকাশসীমায় ঢোকার আগেই কীভাবে বুঝতে পেরেছিল এটি তুরস্কের আকাশে ঢুকছে? এটিতো তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকেও চলে যেতে পারত! কাজেই আকাশসীমায় ঢোকার পাঁচ মিনিট আগে থেকে সতর্ক সংকেত পাঠানোর দাবি যথার্থ নয়।
এ ছাড়া, জঙ্গিবিমানটি ভূপাতিত হওয়ার ব্যাপারে রুশ কর্মকর্তারাও পুরো সত্য বলেননি বলে জানিয়েছেন এই দুই পদার্থবিদ। রাশিয়া দাবি করেছে, বিমানটি গুলিবিদ্ধ হওয়ার পর তার গতিপথ ৯০ ডিগ্রি পরিবর্তন করেছে। কিন্তু বেলজিয়ামের এই দুই অধ্যাপকের মতে, ৯৮০ কিলোমিটার বেগে চলন্ত অবস্থায় নিজের গতিপথ পরিবর্তন করতে হলে বিমানটিকে আরো অনেক ভারী হতে হতো।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply