পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ের হুমকি গণজাগরণ মঞ্চের

যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সবধরনের সম্পর্ক স্থগিত করার দাবি জানিয়ে বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিক এক সমাবেশ থেকে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সব ধরণের সম্পর্ক স্থগিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে জামায়াত নেতা কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে পাকিস্তানের বিবৃতির প্রেক্ষিতে গণজাগরণ মঞ্চ গুলশানে পাকিস্তান হাইকমিশন ভবন ঘেরাও করেছিল।
ইমরান সরকার বলেন, পাকিস্তানের সাথে সম্পর্ক ত্যাগ, বন্ধ ও স্থগিতের দাবি এসেছে গণ মানুষের কাছ থেকে। সেই দাবি পূরণ করে জনগণের যে আকাঙ্খা আর প্রতিফলন দেখান। পাকিস্তান ও জঙ্গিবাদ প্রশ্নে কোনও আপোষ করবেন না। পাকিস্তান এবং জঙ্গিবাদের প্রশ্নে নমনীয়তা পরিহার করে এই জাতিকে নিরাপদে বাচঁবার সুযোগ করে দিতে হবে।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর