ন্যাটো ও রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদারের আহবান জানাল জার্মানি
ইউরো সংবাদ: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য ন্যাটো ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার আহবান জানিয়েছেন।
স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ের ন্যাটো জোটের এক বৈঠকে এ আহবান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছে এবং এ পরিস্থিতিতে একে অপরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও তথ্য আদান-প্রদান বিপদের মাত্রা কমিয়ে আনতে ভূমিকা রাখবে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এমন সময় রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সম্পর্ক জোরদার করার আহবান জানালেন যখন বার্লিন গতকাল সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের প্রস্তাব অনুমোদন দিয়েছে। গত ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় জার্মানি এ পদক্ষেপ নিল।
ইউক্রেন সংকট শুরুর পর গত বছরের এপ্রিলে ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা অনির্দিষ্টকাল পর্যন্ত রাশিয়ার সঙ্গে সব রকম সম্পর্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German