• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

‘পশ্চিমারা নিজেদের মূল্যবোধ বিশ্বের ওপর চাপিয়ে দিতে পারে না’-পুতিন

| জানুয়ারী 3, 2016 | 0 Comments

4bhkd1a61c6fae1k19_620C350ইউরো সংবাদ:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের মূল্যবোধ সারাবিশ্বের ওপর চাপিয়ে দিতে পারে না। কয়েকটি পশ্চিমা শক্তি তাদের কথিত “গণতন্ত্র” অন্য দেশের ওপর চাপিয়ে দেয়ার যে চেষ্টা করছে তার বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন তিনি।

 প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার কোনো অধিকার পশ্চিমা কয়েকটি দেশের নেতার নেই। তিনি বলেন, “আপনারা ভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং প্রথার মানুষের ওপর নিজেদের ভার্সনের গণতন্ত্র যান্ত্রিক উপায়ে কিংবা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাপিয়ে দিতে পারেন না।”

 একটি ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেছেন। ওই ডকুমেন্টারি রাশিয়ার টেলিভিশনে সম্প্রচার হয়েছে। এতে তিনি বলেন, “সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৈধ কোনো সরকারকে খাটো করা উচিত নয়; সে সরকার যদি অসম্পূর্ণ হয় তাহলেও রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করা ঠিক নয়।” সিরিয়া সংকটের কথা উল্লেখ করে পুতিন বলেন, সেখানকার সমস্যা সমাধানের জন্য রাশিয়া সব পক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply