শুধু সামরিক উপায়ে সন্ত্রাসবাদ মোকাবেলা সম্ভব নয়: ইতালির প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ইতালির প্রধানমন্ত্রী ইউরোপে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, শুধুমাত্র সামরিক উপায়ে সন্ত্রাসীদের পরাজিত করা সম্ভব নয়। কুয়েতের কুনা বার্তা সংস্থা জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী ম্যাথিও রেনজি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর এটা স্বীকার করা উচিৎ যে, সন্ত্রাসবাদ সমস্যা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই এবং কেবলমাত্র সামরিক উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়।
ইতালির প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের কোথাও কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন, তার দেশ মনে করে সন্ত্রাসবাদ এখন ইউরোপের জন্যও বিপদ হয়ে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী ম্যাথিও রেনজি আরো বলেছেন, যারা ইউরোপে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ইউরোপেই তারা প্রতিপালিত হয়েছে এবং এ বিষয়টি অস্বীকার করার অর্থ হচ্ছে সত্যকে ধামাচাপা দেয়ার চেষ্টা। তিনি নিরাপত্তা খাতসহ শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রেও বিপুল অংকের বাজেট বরাদ্দের পরামর্শ দিয়ে ইউরোপে সন্ত্রাসবাদ বিস্তারের প্রকৃত কারণ অনুসন্ধানের আহবান জানান।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy