• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নিরাপত্তার নতুন নথিতে আমেরিকাকে হুমকি হিসেবে ঘোষণা রাশিয়ার

| জানুয়ারী 3, 2016 | 0 Comments

4bhk46d72366151qzg_620C350ইউরো সংবাদ: রাশিয়া তার  জাতীয় নিরাপত্তার জন্য প্রথমবারের মতো আমেরিকাকে হুমকি হিসেবে ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে যখন টানাপড়েন চলছে তখন নিরাপত্তা সংক্রান্ত একটি নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সই করলেন।

 রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিষয়ে কৌশল সংক্রান্ত একটি নথিতে নতুন বছরের প্রাক্কালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সই করেছেন বলে (শনিবার) ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

 জাতীয় নিরাপত্তা বিষয়ক নতুন নথিতে প্রেসিডেন্ট পুতিন সই করার ফলে এর আগে ২০০৯ সালে বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের অনুমোদিত নথি বাতিল হয়ে গেছে।ওই নথিতে হুমকিদাতা দেশ হিসেবে আমেরিকার নাম ছিল না। রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে আমেরিকা তার সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে বলে নতুন নথিতে অভিযোগ করা হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply