উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রতিবাদ জানাল রাশিয়া
আন্তর্জাতিক: রাশিয়া বলেছে, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়ে জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় (বুধবার) এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষার যে দাবি করেছে তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি পরমাণু অস্ত্র বিস্তারের নয়া পদক্ষেপ হিসেবে গণ্য হবে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
মস্কো এ ধরনের পদক্ষেপের নিন্দা জানায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়া আজ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার পর এ বিবৃতি দিল রাশিয়া।
২০০৬ সালে প্রথম বারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া
Category: 1stpage, Scroll_Head_Line