ফ্রান্সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে দায়েশ: ইউরোপীয় পার্লামেন্টে ফরাসি প্রতিনিধি
ইউরো সংবাদ: ইউরোপীয় পার্লামেন্টে নিযুক্ত ফরাসি প্রতিনিধি মার্ক জুয়ালো বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ফ্রান্সে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে প্যারিসে সম্প্রতি দায়েশ সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে বলেছেন, ফ্রান্সের মুসলমানদের বিপদে ফেলাই ছিল ওই হামলার উদ্দেশ্য।
এ ছাড়া, দায়েশের পক্ষে সমর্থন লাভ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। কিন্তু ফ্রান্সের মুসলমানদের দায়েশ বিরোধী শক্ত অবস্থানের ফলে সন্ত্রাসী এ গোষ্ঠীর ষড়যন্ত্র কার্যত ব্যর্থ হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টে নিযুক্তি ফরাসি প্রতিনিধি আরো বলেন, ফ্রান্সের মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব নাগরিক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বোঝা যায় তারা সবাই দায়েশ বিরোধী।
তিনি ইউরোপে ইসলাম আতঙ্ক ছাড়ানোর সমালোচনা করে বলেন, মুসলমানরা ফরাসি সমাজে একাকার হয়ে আছে এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে নষ্ট করার জন্যই দায়েশ সন্ত্রাসীরা মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের নানা অভিযোগ তুলছে।
গত ১৫ নভেম্বর প্যারিসে দায়েশ সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় অন্তত ১৩০ জন নিহত এবং ৩০০’রও বেশি মানুষ আহত হয়।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ