গত ২৮ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর মিজান অডিটোরিয়াম -এ স্থানীয় সংবাদ মাধ্যমের সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানের লোগো উন্মোচন করা হয়। দর্শক কর্তৃক প্রশংসিত নান্দনিক এ লোগো উন্মোচন করেন প্রখ্যাত কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। উপস্থিত সাংবাদিক এবং দর্শকদের সাথে আয়োজক কমিটির আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন দেশে বিদেশে পত্রিকার সম্পাদক নজরুল মিন্টো। অনুষ্ঠানে টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিবর্গ ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চীফ কনভেনর: সপ্না দাস, কনভেনর: আঞ্জুমান ভূঁইয়া, কো-কনভেনর ফারিয়া শারমিন, কো-কনভেনর সুদীপ সোম রিংকু, চীফ কো-অর্ডিনেটর শায়লা রহমান, চীফ কালচারাল কো-অর্ডিনেটর অরুণা হায়দার এবং চীফ এডমিনিষ্ট্রেটর শংকর দে।
সাব কমিটিগুলোর দায়িত্বে রয়েছেন:
কালচারাল: শাহজাহান কামাল, কো-চেয়ার পার্সন: নাবিউল হক বাবলু, কো-চেয়ার পার্সন তপন সাইয়িদ, কো-চেয়ার পার্সন শিখা রউফ। সদস্য: নুসরাত উর্মি। উপদেষ্টা: শিপ্রা চৌধুরি।
ফাইন্যান্স: চেয়ার পার্সন: সঙ্গীতা মুখার্জি, কো-চেয়ার পার্সন: তানজিম সালেহা, কফিল উদ্দিন পারভেজ, ও সামুন ভূঁইয়া।
অডিটোরিয়াম এবং মঞ্চ ব্যবস্থাপনা: চেয়ার পার্সন: দীপ, কো-চেয়ার পার্সন: অভিজিৎ পাল, গীতা দত্ত, জহিরুল ইসলাম, আজিজ ভূঁইয়া ও লিটন কাজী।
সাউন্ড এন্ড লাইট ব্যবস্থাপনা: চেয়ার পার্সন: মনির বাবু, কো-চেয়ার পার্সন: আবুল বাশার, নুরুন নাহার সুপ্তি, রিংকু ও মুক্তি প্রসাদ।
রেজিষ্ট্রশন এণ্ড টিকেটিং ব্যবস্থাপনা: চেয়ার পার্সন: কিশোয়ারা চৌধুরি, কো-চেয়ার পার্সন: সৈয়দ মাহবুব, রোকেয়া পারভিন, ফৌজিয়া প্রধান শান্তা, মোস্তাফিজুর রহমান মল্লিক, তানভির হক ও রুবীনা ইউসুফ জেমি।
ষ্টল ও বিজ্ঞাপন ব্যবস্থাপনা: চেয়ার পার্সন: জাহানারা নাসিমা, কো-চেয়ার-পার্সন: ফারহানা খান, হোসনে আরা জেমি।
রা্যেফল ড্র: চেয়ার পার্সন: শিরিন চৌধুরি, কো-চেয়ার পার্সন: কলি বখত, সুমনা সরকার, সীমা বড়ুয়া ও তাপস দেব।
টেলেন্ট শো: চেয়ার পার্সন: আলেয়া শরাফী, কো-চেয়ার পার্সন: ড. মমতাজ, বিপ্লব কর, ফারহানা শান্তা, উম্মে নওরোজ ইত্তেলা, হাবিবুল্লাহ টরি, শারমিন শর্মি।
উপস্থাপনা: চেয়ার পার্সন: মার্জিয়া মৌ, কো-চেয়ার পার্সন: রিজওয়ান, ববি রব্বানি, ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরি।
স্বেচ্ছাসেবক: চেয়ার পার্সন: শাওলি চৌধুরি, কো-চেয়ার পার্সন: জয় কাসেম, আসাদুজ্জামান আহাদ নিশো, সামহান ভূঁইয়া, আর্জু মুন ও রিয়াদ।
অভ্যর্থনা: চেয়ার পার্সন: সুমি বর্মন, কো-চেয়ার পার্সন: এ. কে আজাদ, নাহিদ আসাদ ইভা, মুহিবুর খাঁন, জহিরুল ইসলাম, এবাদ চৌধুরি, আবু তাহের, মলি বখত, তন্ময় সাহা, ঝুম্পা চক্রবর্তী, গোলাম মহিউদ্দিন স্বপন, সুনীতি সর্দার, জাকারিয়া চৌধুরি, আফিয়া খানম, ফাহিমা আক্তার, সাকিব, ডালিয়া, সোনিয়া হোসেন, পিয়া ও সুমিতা মজুমদার।
ফটো ও ভিডিওগ্রাফি: চেয়ার পার্সন: ইত্তেজা আহমেদ টিপু, কো চেয়ার পার্সন: নাদিম ইকবাল, আসগর কাজী ও বিদু্যৎ সরকার।
প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া: চেয়ারপার্সন: রোজিনা করিম কনক। কো-চেয়ার পার্সন: শাকের মোস্তফা চৌধুরি, নাদিয়া আসাদ ইমা, আসফিয়া হক।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: চেয়ার পার্সন: নীল উৎপল। কো-চেয়ার পার্সন: মাজহারুল হক ও সিরাজুল ইসলাম।
আপ্যায়ন কমিটি: চেয়ারপার্সন: মিজানুর রহমান। কো-চেয়ার পার্সন: আশীষ পাল, আজিজুর রহমান, ভিনসেন্ট গোমেজ, আব্দুর রহিম দাদুল, রিনি শাখাওয়াৎ, আদনান বখত লিটন, রফিকুল ইসলাম টিপু, আব্দুল ওয়াহিদ, রুবিনা খান রেবা, সাহানারা নাজমা ও শারিহান ভূঁইয়া।
উপদেষ্টা: ব্যারিষ্টার চয়নিকা দত্ত, মির্জা শহীদুর রহমান, রুমানা চৌধুরি, ড. মোজাম্মেল খান, গোপা চৌধুরি, আসাদুল হাকিম, মোশতাক আহমেদ, আজিজুল মালিক, আব্দুল ওয়াহেদ, সিরাজুল কাদের, রেশাদ চৌধুরি, মোহাম্মদ ইলিয়াস মিয়া, ড. সুশীতল চৌধুরী, দেওয়ান আব্দুল গাফরান, সৈয়দ শামসুল আলম, গোলাম সারওয়ার, খোশনুর চৌধুরি, তাজুল মোহাম্মদ, আকতার হোসেন, আব্দুল হাই, মহসিন বখত।