কানাডার টরন্টোতে কনস্যুলার সেবা ১৬ জানুয়ারি
বিশ্বজুড়ে বাংলা: কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আগামী ১৬ জানুয়ারি শনিবার ড্যানফোর্থ-ডজ ইন্টারসেকশনের ৯ ডজরোডের রয়েল লিজিয়ন কানাডিয়ান হলে (Royal Canadian Legion, 9 Dawes Road, Toronto, ON M4C 5A8 ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কনস্যুলার সেবা প্রদান করবে।
অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, ঐদিন সকাল ৯টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত সকল সার্ভিসের জন্যে আবেদনপত্র জমা নেয়া হবে। নো ভিসা, ভিসা, পাসপোর্ট নবায়ন, এটাস্টেশন (জরুরী) সংক্রান্ত কাজ ঐদিন সম্পন্ন করে বিকাল ৫ টায় ফেরত দেয়া হবে। ড্রাইভিং লাইসেন্স প্রত্যয়নপত্র ও এটাস্টেশন ( সাধারণ) ঐদিন গ্রহণ করা হবে এবং পরবর্তীতে ডাকযোগে ফেরত পাঠানো হবে। এক্ষেত্রে নিজ ঠিকানা সম্বলিত ফেরত খাম (এক্সপ্রেস পোস্ট) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আর নতুন মেশিন রিডেবল পাসপোর্টের জন্যে আবেদনকারীকে স্বশরীরে অটোয়া হাইকমিশন অফিসে উপস্থিত থাকতে হবে।
পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সার্ভিসের ফি উল্লেখ করা হলো- নো-ভিসা-৮০ ডলার, ভিসা- ৮০ ডলার, ভিসা মাল্টিপল-১৫৮ ডলার, পাসপোর্ট নবায়ন জরুরী-১৭০ ডলার, পাসপোর্ট নবায়ন সাধারণ-১১৫ ডলার, নতুন পাসপোর্ট জরুরী ১৭০ ডলার, নতুন পাসপোর্ট সাধারণ ১১৫ ডলার, ড্রাইভিং লাইসেন্স প্রত্যয়নপত্র সাধারণ ২৫ ডলার, ড্রাইভিং লাইসেন্স প্রত্যয়নপত্র জরুরী ৪০ ডলার, এটাস্টেশন সাধারণ প্রতি ৫ পাতা ২৫ ডলার, এটাষ্টেশন জরুরী প্রতি ৫পাতা ৪০ ডলার, এন্ডোর্সমেন্ট জরুরী ২০ ডলার ও এন্ডোর্সমেন্ট সাধারণ ১০ ডলার। এ সংক্রান্ত আরো তথ্য জানতে চাইলে ফোন করুন ৬১৩-২৩৬-০১৩৮, এক্সটেনশন-২২৫/২২৭/২৩০। ভিজিট করতে পারেন-www.bdhcottawa.ca
Category: Notice Board, Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা