• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টোকিও শহীদ মিনার, বহির্বিশ্বে প্রথম স্থায়ী শহীদ মিনার।

| জানুয়ারী 11, 2016 | 0 Comments

shohidminar2আকারঃ  ২.৬ মিটার (উচ্চতা), ২.৫ মিটার (প্রস্থ)।
নক্সাঃ  ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের মাপের সাথে মিলিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তুতকৃত।
কাঠামোঃ  ষ্টীল ফ্রেম। (পার্ক প্রাঙ্গনে, জাপানে সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র,টোকিও মেট্রোপোলিটন আর্ট স্পেস অবস্থিত, যা মূলত ষ্টীল ফ্রেমে নির্মিত)।
স্থানঃ ইকেবুকুরো নিশিগুচি (ওয়েস্ট গেট) পার্ক। টোকিওর প্রাণকেন্দ্রইকেবুকুরোতে অবস্থিত এই পার্কটি ট্যুরিস্ট স্পট হিসেবে বিখ্যাত।
প্রস্তাবনাঃ তোশিমা সিটি কর্তৃপক্ষের কাছে শহীদ মিনার নির্মাণের প্রস্তাবক ডঃ শেখ আলীমুজ্জামানযা সমর্থন করেন ডঃ ওসামু ওতসুবো। পরবর্তীতে ২০০৫ সালের বৈশাখী মেলা কমিটি আনুষ্ঠানিক ভাবে প্রস্তাবটি উত্থাপন করে, যার সমর্থনে এগিয়ে আসে বাংলাদেশ সরকার
বৈশিষ্ট্যঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত, বহির্বিশ্বে এটাই প্রথম শহীদ মিনার।
ভিত্তি প্রস্তরঃ ১২ই জুলাই, ২০০৫, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী।
উদ্বোধনঃ ১৬ই জুলাই, ২০০৬, সপ্তম টোকিও বৈশাখী মেলা।
প্রধান অতিথিঃ জাপানের তৎকালীন পরিবেশমন্ত্রী।

shohidminar3

Category: Uncategorized

About the Author ()

Leave a Reply