• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী অস্ট্রেলিয়ায় পালিত

| জানুয়ারী 31, 2016 | 0 Comments

1-28-2016-11-40-03-AM-1290338 বিশ্বজুড়ে বাংলা: বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নপুরুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিভিন্ন মসজিদ, মাসালায়ে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী দল বিএনপি, ও বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে সিডনির ম্যাসকট, লাকেম্বার আরনেস্ট স্ট্রীট, গ্রাণফিল্ড, ইঙ্গেলবারন, রকডেলসহ বিভিন্ন মসজিদে ও মাসালায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। এরমধ্যে বাদ জোহর সিডনির ম্যাসকট, বাদ আসর ল্যাকেম্বাআরনেস্ট স্ট্রীট, গ্র্যাণফিল্ড বাদ এশায় ওইঙ্গেলবারনে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও বিশেষ মোনাজাতে বিভিন্ন মসজিদ, মাসালায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক উপদেষ্টা ড. জহিরুল হক মোল্যা, যুবদলের অস্ট্রেলিয়া শাখার সভাপতি ইয়াসিন আরাফাত সবুজ, জিয়া পরিষদের অস্ট্রেলিয়া শাখার সভাপতি নাসিম উদ্দিন আহমেদ, জাসাস সভাপতি আব্দুস সামাদ শিবলু, নিউ সাউথওলেয়স বিএনপির সভাপতি কামরুল ইসলাম শামীম, জাসাস সিনিয়র সহ-সভাপতি ইকবাল মাসুদ, নিউ সাউথওয়েলস বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মৌয়াইমেন খান মিশু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জেবেল হক জাবেদ, রাজশাহী বিআইটি ছাত্রদলের সাবেক সভাপতি প্রকৌশলী ইব্রাহিম খলিল প্রমূখ।

Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply