• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের মিশিগানে ৭ জন নিহত বন্দুকধারীর গুলিতে

| ফেব্রুয়ারী 21, 2016 | 0 Comments

shottingআন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কালামাজু শহরে একজন বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনায় এক কিশোরীসহ অন্তত সাতজন নিহত হয়েছে। গোলাগুলির ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, শনিবারের গুলি বর্ষণের ঘটনায় রোববার স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।

লেফটেনান্ট ডেভ হাইনেস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের বিশ্বাস আমরা আমাদের সন্দেহভাজনকে নিরাপত্তা হেফাজতে নিয়েছি।’হাইনেস বলেছেন, গোলাগুলির পৃথক তিনটি ঘটনা ঘটেছে- প্রথম ঘটনাটি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে, দ্বিতীয়টি একটি কার ডিলারশিপ দোকানের বাইরে এবং তৃতীয় ঘটনাটি ঘটেছে একটি চেইন রেস্তোরাঁয়।

কালামাজুর কাউন্টি আন্ডার শেরিফ পল ম্যাতিয়াস বলেন, ‘শনিবার রাতে আমাদের কাউন্টিতে বেশ কয়েকটি গোলাগুলি হয়েছে। মনে হচ্ছে একটি অপরটির সঙ্গে সংযুক্ত, একাধিক মানুষ এই গোলাগুলিতে নিহত হয়েছে।’

তিনি জানিয়েছেন ওই গোলাগুলির ঘটনায় ৭ ব্যক্তি নিহত হয়েছে। এর আগে পুলিশ নিতের সংখ্যা পাঁচ থেকে ছয়জন বলে জানিয়েছিল। পুলিশ বলছে এটা খুবই মর্মান্তিক ঘটনা এবং এ ঘটনার তদন্ত চলছে যেন সঠিক লোকের বিচার হয়।

পুলিশ বলছে প্রথম ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কালামাজু’র একটি অ্যাপার্টমেন্টে। সেখানে এক নারীকে কয়েকটি গুলি করা হয়। এর ঘণ্টা তিনেক পর একটি গাড়ির দোকানে তিন ব্যক্তির ওপর গুলি চালানো হয়, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন।

আর তৃতীয় ঘটনাটি ঘটে ক্র্যাকার ব্যারেল নামের একটি রেস্তোরাঁর পার্কিং লটে। সেখানে চারজনকে গুলি করে হত্যা করা হয়, আহত হন আরও একজন।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply