• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মানিকগঞ্জে ভাগ্নের হাতে ২ মামা খুন

| ফেব্রুয়ারী 21, 2016 | 0 Comments

downloadদেশের খবর: মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাগ্নেরা কুপিয়ে হত্যা করেছে দুই মামাকে। নিহতরা হলেন_ উপজেলার গোবিন্দল গ্রামের টেন্ডল মোল্লা (৫০) ও তার চাচাতো ভাই আব্দুল আজিজ মোল্লা (৫৫)। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, নিহত দুই ভাইয়ের প্রবাসী ছোট বোন হাসিনা তার জমি ও নগদ টাকা ভাগ্নেদের কাছে রেখে মারা যান। ওই টাকা ও জমি মামারা দাবি করায় বোনজামাই সামসুল হক, ভাগ্নে জাহিদুল ইসলাম (৪২), আব্দুর রশিদ (৩৮), জসিম উদ্দিন (৩০) ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা (৩০) এ হত্যাকা- ঘটায়। এ ঘটনায় নিহত টেন্ডলের ভাই আব্দুল করিম, স্ত্রী কমলা বেগম (৪০), ছেলে আল-আমীন (১৫) শ্যালক রমজান আলী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল করিমের অবস্থা আশঙ্কাজনক। তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের ধরতে ওই গ্রাম ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত টেন্ডল মিয়ার ছোট বোন হাসিনা প্রায় ২৫ বছর আগে চাকরি নিয়ে বাহরাইন যান। প্রবাসে আয়ের টাকা দিয়ে তিনি নিজ নামে বাড়ির পাশে ৪৪ শতাংশ জমি কেনেন। এছাড়া হাসিনা বিভিন্ন সময়ে ভাগ্নেদের কাছে প্রায় ২৮ লাখ টাকা পাঠান। হাসিনা অবিবাহিত ছিলেন। ৫ মাস আগে হাসিনা বাহরাইনে মারা গেলে সেখানেই তাকে দাফন করা হয়। তার রেখে যাওয়া ২৮ লাখ টাকা ও নিজ নামে কেনা ৪৪ শতাংশ জমি ভাগ্নেরা মেরে দেয়। সেই অর্থ সম্পত্তি হাসিনার ভাইয়েরা দাবি করলে ভাগ্নেরা তা দিতে অস্বীকার করে। এ নিয়ে ২-৩ মাস ধরে মামা ভাগ্নেদের মধ্যে চরম বিরোধ চলছিল। দুই পক্ষের মধ্যে এলাকায় ও থানায় একাধিকবার সালিশি বৈঠক হয়। বৈঠকে বোনের সম্পত্তির একটি অংশ ভাইদের পাওয়ার কথা থাকলেও সে রায় ভাগ্নেরা মানেননি। গত শুক্রবার এসব নিয়ে ভাগ্নে জাহিদুল, আব্দুর রশিদ ও জসিম উদ্দিন মামা টেন্ডল মিয়াকে মারধর করে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য রোববার সকাল ৮টার দিকে মামা টেন্ডল, আব্দুল করিম ও আব্দুল আজিজ পাশেই ভাগ্নেদের বাড়িতে যান। বাড়িতে পেঁৗছার পরপরই পূর্বপরিকল্পিতভাবে বোন জামাই সামসুল হক, ভাগ্নে জাহিদুল ইসলাম (৪২), আব্দুর রশিদ (৩৮) ও জসিম উদ্দিন (৩০), ভাড়াটে সন্ত্রাসী সিদ্দকুর রহমান ও জিয়া উদ্দিনসহ ৮- থেকে ১০ জন ধারালো অস্ত্র রামদা, টেঁটা ও বল্লব নিয়ে তাদের ওপর হামলা করে। খবর পেয়ে টেন্ডলের স্ত্রী কমলা বেগম, ছেলে আল-আমীন ও শ্যালক রমজান আলী ওই বাড়িতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ধারালো অস্ত্রের আঘাত ও টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই টেন্ডল ও হাসপাতালে নেয়ার পথে চাচাতো ভাই আব্দুল আজিজ মারা যান। আহত হন টেন্ডলের স্ত্রী কমলা বেগম, ছেলে আল-আমীন ও শ্যালক রমজান আলী। এলাকাবাসী উদ্ধার করে আব্দুল করিমকে ঢাকার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এদের মধ্যে আব্দুল করিমের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের ধরতে ওই গ্রাম ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান জানান, নিহতদের বোনের রেখে যাওয়া অর্থ সম্পত্তি ভাগাভাগি নিয়ে এ হত্যাকা- ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হত্যাকা-ের আলামত হিসেবে ধারালো দা, লাঠি, টেঁটা ও রক্তমাখা মাটি জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply