• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে মহান একুশে উদযাপন

| ফেব্রুয়ারী 22, 2016 | 0 Comments

12745905_1757155681178890_5223140815641356407_n ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

মোহা: আব্দুল মালেক হিমু প্যারিস-ফ্রান্স : যথাযোগ্য মর্যাদায় আর বিভিন্ন সংগঠনের আয়োজনে মধ্য দিয়ে ফ্রান্সে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পরে দুতাবাসের হেড অব চ্যান্সেরী হযরত আলী খানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার, দুতাবাসের কর্মকর্তা সহ বাংলাদেশী কমিউনিটি নেত্রীবৃন্দ । দূতাবাসের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, মহান ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১(এক) মিনিট নীরবতা পালন,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত , রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং বাংলাদেশী খাবার পরিবেশন ।

বেলা ৪ টায় প্রতিবছরের মতো প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে একুশ উদ্যাপন পরিষদ ফ্রান্স। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ৫০টির অধিক বাংলাদেশি সংগঠন। সব বয়স আর শ্রেণি-পেশার মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ। বিভিন্ন দেশের নাগরিকদেরও বেদিতে ফুল দিতে দেখা যায়। বেলা সাড়ে চারটায় অস্থায়ী এই শহীদ মিনারে ফ্রান্স দুতাবাসের হেড অব চ্যান্সেরী হযরত আলী খানের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ প্রদান শুরু হয়। পরে একে একে মৌনমিছিল করে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় একুশ উদ্যাপন পরিষদ ফ্রান্স, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্স শাখা, অল ইউরোপীয়ান বাংলাদেশী এসোসিয়েশন আয়েবা, বাংলাদেশ ইকোনামি চেম্বার, স্বরলিপি শিল্পীগোষ্ঠী, কুলাউড়া অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বিজনেস ফোরাম ফ্রান্স, জাতীয় পাটি, প্যারিস বার্তা, এসএ টেলিভিশন দশর্ক ফোরাম ফ্রান্স, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি, বরিশাল অ্যাসোসিয়েশন, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি, বাংলাদেশ ইয়ুথ ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদ, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট, গ্রেটার নোয়াখালী ফোরাম, মাদারীপুর জেলা সমিতি, বিক্রম পুর এসোসিয়েশন, বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন, মুন্সি গনজ সমিতি, মানবাধিকার কমিশন ফ্রান্স, বিকশিত নারী সংঘ, প্যারিস ক্রিকেট ক্লাব ফ্রান্স সহ ৫০টির অধিক বাংলাদেশি ।

এদিকে রাত ১২টা ১ মিনিটে প্যারিসের কেতসীমা হলে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু পুষ্পস্তবক অর্পণ করেন । বেলা ২টায় টায় উদীচী সংসদ ফ্রান্স আয়োজিত শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির উদ্যোগে দিনব্যাপি বইমেলার আয়োজন করা হয় লাকুরনভ এলাকায় অবস্থিত ফ্রেঞ্চ বাংলা স্কুলে ।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply