আটলান্টিক সিটিতে মহান একুশে উদযাপিত
বিশ্বজুড়ে বাংলা: যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে যথাযোগ্য র্মযাদায় উদযাপিত হয়েছে। একুশ মানে মাথা নত না করা, এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম , বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা।
সন্মিলিত মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ এর উদ্যোগে একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চুননু ও সাধারণ সম্পাদক রহমান বাবুলের নেতৃত্বে বিএনপি অব নিউ জারসি ( সাউথ) , সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনি নুরুজামান, সোহেল আহমেদ , শেখ আমিন , তাহের চৌধুরি জিনু , শফিকুল আলম জিন্নাহর নেতৃত্বে বেঙ্গল ক্লাব , সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের নেতৃত্বে বাংলদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, সংগঠনের কর্মকর্তা সোহেল আহমেদ, তাহের চৌধুরি জিনুর নেতৃত্বে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি , সংগঠনের সভাপতি তানিম আর চৌধুরি ও লায়নস আবদুর রফিক এর নেতৃত্বে বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব ,আটলান্টিক সিটি প্রেস ক্লাব এর পক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে একুশের প্রথম প্রহরে আটলান্টিক সিটির ১৭২০ আটলান্টিক এভিনিউর অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব, শামসুল ইসলাম শাহজাহান , সাব্বির হোসেন ভূঁইয়া, মোঃ হাফিজ , কাঞ্চণ বল প্রমুখের নেতৃত্বে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ , সংগঠনের উপদেষ্টা সাব্বির হোসেন ভূঁইয়া ও সাধারন সম্পাদক শহীদ খানের নেতৃত্বে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি , আওয়ামী লীগ নেতা অভিজিত চৌধুরি লিটন ও ফরহাদ সিদদিক অস্থায়ী শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করেন।তাছাড়া ব্যক্তিগতভাবেও অনেকে শহীদ বেদিতে ুসষ্পস্তবক অর্পণ করেন।
Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা