‘দায়েশ মানব সভ্যতার ইতিহাস বদলে দিয়েছে; প্রয়োজন যৌথ লড়াই’
আন্তর্জাতিক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশ্ব জুড়ে যৌথ তৎপরতা চালাতে হবে। কোনো দেশ এককভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
আলজেরিয়ার সংবাদপত্র লে’এক্সপ্রেসন’কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামগ্রিক তৎপরতা সমন্বয়ে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে উল্লেখ করেন রুশ মন্ত্রী।
ল্যাভরভ আরো বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে লড়াই করলেই কেবল সন্ত্রাস-বিরোধী যুদ্ধ কার্যকর হতে পারে। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে দ্বৈতনীতি পরিত্যাগ করারও আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, দায়েশের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য মতানৈক্য, উচ্চাভিলাষ এবং পূর্বশর্ত ত্যাগ করতে হবে। দায়েশ মানব সভ্যতার ইতিহাস বদলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক