জার্মানি থেকে হারিয়ে গেছে নিবন্ধিত ১,৩০,০০০ শরণার্থী: বার্লিনের দাবি
ইউরো সংবাদ: জার্মানিতে প্রবেশকারী প্রায় এক লাখ ৩০ হাজার শরণার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বার্লিন। জার্মান সরকার বলেছে, ২০১৫ সালে দেশটিতে ১১ লাখ শরণার্থী প্রবেশ করেছে। নিবন্ধিত এসব শরণার্থীর শতকরা ১৩ ভাগ নিখোঁজ হয়ে গেছে।
জার্মানির একজন বামপন্থি সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে এক লিখিত বক্তব্যে একথা জানিয়েছে বার্লিন। এতে বলা হয়েছে, সম্ভবত কিছু নিখোঁজ শরণার্থী তাদের নিজেদের দেশে ফিরে গেছে। বাকিদের কেউ কেউ হয়তো তৃতীয় কোনো দেশে গেছে অথবা ‘আন্ডারগ্রাউন্ডে’ চলে গেছে। এ ছাড়া, কোনো কোনো শরণার্থীকে হয়তো একাধিকবার নিবন্ধন করা হয়েছে বলে বার্লিন জানিয়েছে।
একজন জার্মান কর্মকর্তা জানিয়েছেন, তার দেশে প্রবেশকারী শরণার্থীদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে তারা যে প্রচেষ্টা চালিয়েছেন তাতে খুব একটা সাফল্য পাওয়া যায়নি। জার্মানির অভিবাসী বিষয়ক দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত তাদের দেশে প্রবেশকারী চার লাখ শরণার্থীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, শীর্ষ সংবাদ