• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে প্রথম স্থায়ী শহীদ মিনার -ভিত্তি প্রস্তর স্থাপণ আগামী ২৬ জুন

| ফেব্রুয়ারী 24, 2013 | 1 Comment

কমিউনিটি সংবাদ : ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের দীর্ঘ দিনের প্রাণের দাবী ফ্রান্সে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।২৪ শে ফেব্রুয়ারী উবারভিলার শহরের মেয়র জ্যাক সালভাতর আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেন।

গত  রবিবার উবারভিলার সপাস ফেতার্নিতিতে উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদ এবং  উবারভিলার  মেয়রের যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৩ উদযাপিত হয় , এই অনুষ্ঠানে ফ্রান্সের মাটিতে প্রথম শহীদ মিনার স্থাপনের ঘোষনা দেন উবারভিলার শহরের  মেয়র  জ্যাক সালভাতর।তিনি আগামী ২৬ জুন  এমে সেজারের ১০০ তম জন্ম শতবর্ষে এমে সেজার পার্কে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষনা দেন।

উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদ এর সভাপতি জনাব কিরণ ময় মন্ডল এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন ফ্রান্সে অবস্থিত মাননীয় রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, জার্মানির ইয়েনা  শহরের  মেয়র জনাব আলফ্রেড স্ক্রথার , পেলেস্তাইন এর বেইত জালা শহরের  মেয়র  নায়েল সালমান এবং উবারভিলার  মেরির  আন্তর্জাতিক বিভাগের পরিচালক  কার্লোস সামেদু।এছাড়াও  বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে ফ্রান্সে বহুভাষা ব্যবহার এর কিছু প্রস্তাব তুলে ধরেন ফ্রান্সের জাতীয় ভাষা পরিষদের সমন্বয়ক মিসেস ফ্লোরেন্স জন্দ্রিয়ে। অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠী ছাড়াও আরো ১৫ টি বিভিন্ন ভাষার জাতি গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।

অনুষ্ঠানে সবশেষে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত অতিথি  শিল্পী আবু বক্কর সিদ্দিকী ও কানন বলা সরকার। এ ছাড়া ছিল বাংলাদেশী তরুন  শিল্পীদের  শিল্প চিত্র প্রদর্শনী এবং বাংলা ভাষা সহ অন্যন্য ১৫ টি  বিভিন্ন ভাষার জাতি গোষ্ঠীর নিজস্ব স্টল, দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে এই আয়োজন ।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Sharif Ahmed বলেছেন:

    স্থায়ী শহীদ মিনার নি:সন্দেহে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের জন্য বিরাট অর্জন,এই স্বপ্ন পূরণের নেপথ্যে যারা কাজ করেছেন সবাইকে অভিনন্দন।

Leave a Reply